<p style="text-align:justify">ই-রিটার্ন সিস্টেম করদাতাদের জন্য কর জমা দেওয়ার একটি আধুনিক ও ডিজিটাল পদ্ধতি। তবে অনেকেরই প্রশ্ন, এটি কি মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার করা সম্ভব?</p> <p style="text-align:justify">ই-রিটার্ন সিস্টেমকে সহজ এবং ব্যবহারকারীবান্ধব করার জন্য বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। তবে এই ফিচারগুলোর মধ্যে কিছু মোবাইল ডিভাইসে সঠিকভাবে কাজ করে না। বিশেষত, ই-রিটার্ন দাখিলের সময় প্রয়োজন হয় অনেক ডকুমেন্টের তথ্য দিয়ে সুনির্দিষ্ট ফর্ম পূরণের এবং একাধিক উইন্ডো ব্যবহার করার। মোবাইল ডিভাইসের সীমিত স্ক্রিন সাইজ এবং সফটওয়্যার সাপোর্টের কারণে এসব কার্যক্রম সহজে সম্পন্ন করা সম্ভব হয় না।</p> <p style="text-align:justify">তাই ই-রিটার্ন ফাইল করার ক্ষেত্রে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের ব্যবহার সবচেয়ে কার্যকর। এর মাধ্যমে করদাতারা নিরবচ্ছিন্নভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন এবং যেকোনো প্রযুক্তিগত জটিলতাও এড়িয়ে চলতে পারবেন।</p> <p style="text-align:justify">তবে, প্রাথমিক তথ্য সংগ্রহ বা কিছু সহজ ফিচার মোবাইলেও ব্যবহার করা যেতে পারে। করদাতাদের সুবিধার্থে ভবিষ্যতে মোবাইল-সহায়ক সিস্টেম উন্নয়নের উদ্যোগ নেওয়া হতে পারে।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪-এর উপ-ধারা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, কোম্পানি ব্যতীত সকল করদাতার ২০২৪-২০২৫ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করেছে।</p> <p style="text-align:justify">আপনার করজমা প্রক্রিয়াকে সহজ ও নির্ভুল করতে আজই ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করে ই-রিটার্ন দাখিল করুন এবং আধুনিক সেবা গ্রহণের অভিজ্ঞতা উপভোগ করুন!</p>