<p>লোভেই ফেঁসে গেলেন খুলনা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইফতেখার চালু। তার কক্ষে যে তরুণী ছিলেন বলে পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তার খোঁজ মেলেনি। তবে চালুর আত্মীয়-স্বজনের কাছে বলা হয়েছে, ওই তরুণী চালুর কক্ষে নয় বরং নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর কক্ষেই অবস্থান করছিলেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লন্ডনে চিকিৎসাধীন বেগম জিয়াকে নিয়ে ফেসবুক-ইউটিউবে গুজব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736697288-da1e6dbeac98c3fd05cb31634ee5da28.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিয়ে ফেসবুক-ইউটিউবে গুজব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/12/1467945" target="_blank"> </a></div> </div> <p>একই কথা রবিবার (১২ জানুয়ারি) চালুর স্ত্রী রোজীনা পারভীন ইরানীও বলেছেন। এমনকি যে হোটেলে চালু অবস্থান করছিলেন, মাস্টার কি দিয়ে ওই কক্ষ খুলে তাকে ঘুম থেকে তুলে গ্রেপ্তার করা হয় বলেও জানান চালুর স্ত্রী ইরানী।</p> <p>গত বৃহস্পতিবার কক্সবাজারে গুলিতে নিহত হন খুলনার কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। হত্যার পরপরই হোটেল থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন তারই ঘনিষ্ঠ বন্ধু ও কেসিসির অন্য কাউন্সিলর হাসান ইফতেখার চালু। এ ঘটনায় পরদিন একটি মামলাও হয় কক্সবাজার সদর মডেল থানায়, যেটি তদন্ত করছে পুলিশ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঐক্যবদ্ধ থাকলে কেউ বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736697274-a746fc49e9b0063a83a3a7b947e44ede.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঐক্যবদ্ধ থাকলে কেউ বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/12/1467944" target="_blank"> </a></div> </div> <p>এদিকে চালু গ্রেপ্তার হলেও টিপু হত্যার সঙ্গে জড়িত কি না সেটি এখনো নিশ্চিত না হলেও তিনি যে লোভে পড়ে কক্সবাজারে গিয়েছিলেন এবং সেখানে বড় ধরনের কোনো স্বপ্ন ছিল, তেমনটি আঁচ করছেন অনেকে। খুলনার বেসরকারি সংস্থা সেফ গ্রুপের কাছ থেকে দলিল করে বেশ কিছু সম্পত্তি নিয়ে চালু নিজেই তা বিক্রি করে অর্থের পাহাড় গড়েছেন বলেও শোনা যাচ্ছে। যদিও এ প্রসঙ্গে চালুর স্ত্রী ইরানী বলেন, সেফ গ্রুপের কাছ থেকে তার স্বামী জমি কিনে নিয়েছেন। এখানে কোনো অন্যায় করেননি তিনি (চালু)।</p> <p>চালুর নিকটজনের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি কক্সবাজারে যাওয়ার আগে কয়েক দিন স্ত্রী-পুত্র নিয়ে ঢাকায় ছিলেন। সেখান থেকে তাদের সবারই কক্সবাজারে যাওয়ার কথা ছিল। কিন্তু শীতের কারণে বৃহস্পতিবার চালু ও টিপু একই গাড়িতে কক্সবাজারে চলে গেলেও স্ত্রী ও পুত্র চলে আসেন খুলনায়। </p> <p>চালুর স্ত্রী ইরানী বলেন, যেদিন টিপু নিহত হন সেদিন রাত ৮টা ২৬ মিনিট পর্যন্ত তার সঙ্গে চালুর কথা হয়। এরপর তিনি ঘুমিয়ে যান। পরে দুটি নম্বরে কয়েকবার কল দিয়েও পাওয়া যায়নি। সুতরাং টিপু হত্যার সঙ্গে যেমন চালু জড়িত নন, তেমনি ওই তরুণীর সঙ্গেও কোনো সম্পর্ক চালুর নেই বলে দাবি তার স্ত্রীর।</p> <p>গত বছরের ৫ আগস্টের পর অন্য কাউন্সিলরদের পাশাপাশি চালুর বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। সর্বশেষ স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় অবস্থানকালে কক্সবাজারে ছেলের জন্মদিন পালনের কথা ছিল। কিন্তু ছেলে রাজি না হওয়ায় তাকে নিয়ে চালুর স্ত্রী খুলনায় চলে আসেন। চালুর আসার কথা ২২ জানুয়ারি। এরই মধ্যে তাকে যেতে হলো কারাগারে।</p>