<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর এবং অস্থায়ী আবাসন ভাতার দাবিতে গণ-অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকাল ৮টা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয় শিক্ষার্থীদের গণ-অনশন। অনশন শুরুর ১২ ঘণ্টা পর গতকাল সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনশনে বসে পড়েন উপাচার্য।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে দুপুর পৌনে ১টার দিকে অনশনস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিনসহ অন্য নেতারা। তাঁরাও শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।</span></span></span></span></span></p>