দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, রক্ষা পেলেন প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, রক্ষা পেলেন প্রীতি জিনতা
প্রীতি জিনতা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের ভয়াবহতম দাবানলে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজারের বেশি বসতবাড়ি-স্থাপনা, বাস্তুচ্যুত হয়েছেন লাখের বেশি বাসিন্দা। দাবানলে বিপর্যস্ত হলিউডও। সেখানে অবস্থিত অনেক জনপ্রিয় তারকার বাড়ি পুড়ে ছাই।

আর এমন হৃদয় বিদারক দুর্যোগ দেখে ভেঙে পড়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতারও। দাবানলের আগুন থেকে রক্ষা পেয়েছেন তিনি ও তার পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নিরাপদ থাকার খবরটি জানান অভিনেত্রী।

আরো পড়ুন
বিয়ে সেরে ফেললেন পড়শী, পাত্র কে?

বিয়ে সেরে ফেললেন পড়শী, পাত্র কে?

 

বিয়ের পর থেকেই বলিউড অভিনেত্রী লস অ্যাঞ্জেলসে বসবাস করছেন প্রীতি জিনতা।

জেনে গুডএনাফের সঙ্গে সেখানকার বাংলোয় সুখের সংসার প্রীতির। দুই সন্তানও রয়েছে তাঁদের। বিধ্বংসী এই দাবানলে ক্ষতিগ্রস্ত তারাও। পরিস্থিতির সঙ্গে যুঝে নিজেকে কিছুটা সামলে নিয়ে সোশাল মিডিয়ায় সেই ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন প্রীতি।
নিজের এক্স হ্যান্ডেলে (টুইটার) অভিনেত্রী বলেন, ‘এরকম একটা দিন দেখার জন্য বেঁচে থাকতে হবে জীবনেও ভাবিনি। দাবানলের গ্রাসে আমাদের লস অ্যাঞ্জেলসের পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব, পরিজনরা গৃহহারা সর্বস্বান্ত হয়ে গিয়েছেন। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। আকাশ ধোঁয়াচ্ছন্ন, সর্বত্র ছাই। তুষারপাতের মতো আকাশ-বাতাসে ছাঁই ভেসে বেড়াচ্ছে।
এরকম পরিস্থিতি চলতে থাকলে বাচ্চা এবং বয়স্কদের জন্য সমস্যা আরও বাড়বে। চারপাশের এই ধ্বংসলীলা দেখে আমি ভেঙে পড়েছি। তবে ঈশ্বরকে ধন্যবাদ আমরা যে এখনও সুরক্ষিত।’

আরো পড়ুন
দাবানলে পুড়ল বাড়ি, পপতারকা ডুয়া লিপার বার্তা

দাবানলে পুড়ল বাড়ি, পপতারকা ডুয়া লিপার বার্তা

 

প্রীতি আরো বলেন, ‘এই অগ্নিকাণ্ডে বাস্তুচ্যুত এবং সর্বস্ব হারানো মানুষদের জন্য প্রার্থনা করছি প্রতিটা মুহূর্তে। আশা করি, শীগগিরই বাতাসের দাপট কমে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসবে। দমকল বিভাগ, অগ্নিনির্বাপক কর্মী এবং যারা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে চলেছেন, তাঁদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নিরাপদে থাকুন সকলে।’

আরো পড়ুন
দাবানলে ঘরহারাদের জন্য নিজের বাড়ির দরজা খুলে দিলেন জোলি

দাবানলে ঘরহারাদের জন্য নিজের বাড়ির দরজা খুলে দিলেন জোলি

 

দাবানলে পুড়ে ছাই হয়েছে হলিউডের অনেক তারকার বাড়ি। কাউকে এক কাপড়েই বাড়ি ছাড়তে হয়েছে। জানা গেছে, অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি এবং অস্কারের সাবেক সঞ্চালক বিলি ক্রিস্টাল আগুনে তাঁদের বাড়ি হারিয়েছেন। অভিনেতা ক্যারি এলওয়েসের বাড়িও পুড়েছে। স্ত্রী-সন্তান নিয়ে কোনোমতে প্রাণে বেঁচেছেন এই অভিনেতা। টম হ্যাংকস, প্যারিস হিলটন, স্টিভেন স্পিলবার্গ ও রিটা উইলসনের মতো তারকারাও থাকেন প্যাসিফিক প্যালিসেডসে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সোনা পাচার শিখেছেন ইউটিউব দেখে, স্বীকারোক্তি অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
সোনা পাচার শিখেছেন ইউটিউব দেখে, স্বীকারোক্তি অভিনেত্রীর
রান্যা রাও

দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেপ্তার হন ভারতের কন্নড় অভিনেত্রী রান্যা রাও। গত সপ্তাহে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন ওই অভিনেত্রী। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স-এর (ডিআরআই) কর্মকর্তারা তাকে আটক করেন। এরপর থেকে অভিনেত্রীকে ডিআরআই-এর হেফাজতে রাখা হয়েছে।

তবে বার বার নিজের বয়ান বদলাচ্ছেন এ অভিনেত্রী। শুরুতে তিনি জানান, এর আগে দুইবার সোনা পাচার করেছিলেন তিনি। তবে এবার জানান যে এটাই তার প্রথম পাচার।

অভিনেত্রী গোয়েন্দাদের জানান, ৩ মার্চই প্রথম বার সোনা পাচার করার চেষ্টা করেন।

শুধু তা-ই নয়, সোনা পাচারের কৌশল তিনি কীভাবে শিখেছেন, তাও গোয়েন্দাদের জানিয়েছেন।

আরো পড়ুন
আমিরের বাড়িতে হঠাৎ হাজির শাহরুখ-সালমান, কারণ কি?

আমিরের বাড়িতে হঠাৎ হাজির শাহরুখ-সালমান, কারণ কি?

 

গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কোটি টাকার সোনাসহ গ্রেপ্তার হন রান্যা। তার গ্রেপ্তারির পর থেকেই উঠছে নানা প্রশ্ন! এই সোনা পাচারচক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত, তাদের সঙ্গে অভিনেত্রীর যোগাযোগ কীভাবে। এসব প্রশ্নের উত্তরের খোঁজ করছেন গোয়েন্দারা।

বর্তমানে আদালতের নির্দেশে ডিআরআই হেফাজতে রয়েছেন রান্যা। সেখানেই গোয়েন্দারা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। 

সূত্রের খবর অনুসারে, তদন্তকারীদের অভিনেত্রী বলেন, ‘গত ১ মার্চ আমি একটি বিদেশি নম্বর থেকে ফোন পাই। সপ্তাহ দুই ধরে অজানা নম্বর থেকে ফোন আসছিল। আমাকে দুবাই বিমানবন্দরের তিন নম্বর টার্মিনাল গেটে যেতে বলা হয়েছিল।

সেখান থেকে সোনা সংগ্রহ করে বেঙ্গালুরুতে পৌঁছে দেওয়ার নির্দেশ ছিল।’ 

আরো পড়ুন
আমার জায়গায় আমি এক নম্বর : বাপ্পারাজ

আমার জায়গায় আমি এক নম্বর : বাপ্পারাজ

 

কীভাবে সোনা পাচার করবেন, ইউটিউবের ভিডিও দেখে সেটা শিখেছেন বলে গোয়েন্দাদের কাছে দাবি করেছেন রান্যা। তাঁর কথায়, ‘সোনার বারগুলি দু’টি প্লাস্টিকের ব্যাগে মোড়া ছিল। সেই সোনা নিয়ে বিমানবন্দরের বাথরুমে ঢুকে নিজের শরীরের সঙ্গে বেঁধে নিই। এমনকি জুতোর মধ্যেও সোনার বার লুকিয়ে ফেলি।’

কে ফোন করে সোনা পাচারের নির্দেশ দিয়েছিলেন, তা জানেন না বলেই পুলিশকে জানিয়েছেন রান্যা। তাঁর দাবি, ‘আমি পুরোপুরি নিশ্চিত নই কে আমাকে ফোন করেছিলেন।’ তবে অভিনেত্রী জানালেন, যিনি বিমানবন্দরে সোনা দিয়ে গিয়েছিলেন তাকে, তার উচ্চতা ৬ ফুটের কাছাকাছি। অতীতে এই ব্যক্তিকে কোনওদিন দেখেননি বলেই দাবি রান্যার।

আরো পড়ুন
টাইটানিকের সেই দৃশ্য আজও বিব্রত করে কেট উইন্সলেটকে!

টাইটানিকের সেই দৃশ্য আজও বিব্রত করে কেট উইন্সলেটকে!

 

২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমায় কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন রান্যা রাও। পরে আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।

মন্তব্য

আমিরের বাড়িতে হঠাৎ হাজির শাহরুখ-সালমান, কারণ কি?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আমিরের বাড়িতে হঠাৎ হাজির শাহরুখ-সালমান, কারণ কি?
সালমান, আমির ও শাহরুখ

তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন খানেরা। শাহরুখ, সালমান ও আমির প্রত্যেক খানের আকাশসমান জনপ্রিয়তা। প্রত্যেককে ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এখনও বলিউডের তিন স্তম্ভ হিসেবেই ধরা হয় তাদের।

তবে তিন খানকে একসঙ্গে কখনো সিনেমার পর্দায় দেখা যায়নি। এই তিন মহারথীকে একসঙ্গে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান দর্শকরা। আর সেই আশা কবে পুরণ হবে তা হয়তো জানা নেই। তবে  তিন খান একসঙ্গে বসলেই সেই আশা নতুন করে জাগে ভক্তদের মনে।
যেমনটা সদ্যই এমন আশার আলো দেখা গেল আমির খানের বাড়িতে।

আরো পড়ুন
আমার জায়গায় আমি এক নম্বর : বাপ্পারাজ

আমার জায়গায় আমি এক নম্বর : বাপ্পারাজ

 

১৪ মার্চ আমির খানের জন্মদিন। তার আগেই তার বাড়িতে হাজির হলেন দুই বন্ধু শাহরুখ খান ও সালমান খান। আমির খানের ৬০তম জন্মদিনের আগে তাঁর বাড়িতে অন্য দুই খানের উপস্থিতি নতুন করে আশা জাগাচ্ছে ভক্তদের।

তবে কি কোনো সিনেমায় এক হতে চলেছেন তারা? এমন কোনো তথ্য এখনও জানা যায়নি যদিও। তবে জানা গেছে, জন্মদিন উদযাপন করতেই হাজির হয়েছেন দুই খান। আর সেই জন্মদিনের পার্টির একটি ভিডিও প্রকাশ হয়েছে যা সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।

আরো পড়ুন
আমির-রণবীরের লড়াইয়ে সঙ্গী রোহিত-পান্থরা

আমির-রণবীরের লড়াইয়ে সঙ্গী রোহিত-পান্থরা

 

ভিডিওতে দেখা যায়, আমির খানের বাড়ির লিফট থেকে নামছেন দুই তারকা। একফ্রেমে সলমন খান ও আমির খান।

সালমানকে দেখা গেছে সাদা শার্টে। আমিরের গায়ে গ্রে রঙের টি-শার্ট। বন্ধুকে গাড়ি অবধি ছাড়তে আসেন আমির। এরপর দেখা যায় শাহরুখ খানকে। যদিও নিজেকে এবারও হুডি আর ছাতা দিয়ে আড়াল করে রেখেছিলেন কিং খান।

সিনেমার পর্দায় তো নয়ই, তিন খানকে একসঙ্গেও খুব একটা দেখা যায় না। এর আগে ৩ জনকে একসঙ্গে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে। ‘নাটু নাটু’ গানে নাচও করেছিলেন তারা। এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে তিন খানের একসঙ্গে কাজ করার বিষয়টি উঠে আসে। আমিরকে বলতে শোনা গিয়েছিল, ‘৩ জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই বলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।’ সঙ্গে আরও বলেছিলেন, ‘তবে হ্যাঁ আমাদের ৩জনকে একসঙ্গে আনতে ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার।’

বর্তমানে নিজের আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পর’ নিয়ে ব্যস্ত আমির খান। এর মাধ্যমে ৩ বছর পর পর্দায় ফিরছেন অভিনেতা। অন্যদিকে, ‘ডানকি’র পর শাহরুখ খানকে দেখা যাবে সুজয় ঘোষের ‘কিং’-এ। আর সালমান খান ঈদে আসছেন ‘সিকান্দার’ সিনেমা নিয়ে।

মন্তব্য

আমার জায়গায় আমি এক নম্বর : বাপ্পারাজ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আমার জায়গায় আমি এক নম্বর : বাপ্পারাজ
বাপ্পারাজ

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প! অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও এই নায়ক বেশ জনপ্রিয়! দীর্ঘ সময় ধরে এ অভিনেতা সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেন। ‘চাপা ডাঙার বউ’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার।

প্রথম সিনেমার পরিচালক ছিলেন তার বাবা নায়ক রাজ রাজ্জাক। প্রথম সিনেমাতেই বাপ্পা প্রশংসা কুড়ান। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার সিনেমার একটি সংলাপ ভাইরাল হয়।

এ ছাড়া বিশেষ দিনগুলোতে এ অভিনেতার অভিনীত বিভিন্ন চরিত্র নিয়ে কথা বলে। অনেকে আবার পুরানো অনেক ছবির ক্লিপ ফেসবুকে শেয়ার করে। এছাড়া দীর্ঘদিন পর অভিনয়েও ফিরছেন বাপ্পারাজ। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সমসাময়িক ব্যস্ততা ও ইন্ডাস্ট্রির নানান বিষয় নিয়ে কথা বলেন এ অভিনেতা।
প্রায় সময়ই সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে আসা প্রসঙ্গেও নিজের মতামত জানান অভিনেতা। তার মতে, তিন নিজের জায়গায় সবসময় নাম্বার ওয়ান।

আরো পড়ুন
আমির-রণবীরের লড়াইয়ে সঙ্গী রোহিত-পান্থরা

আমির-রণবীরের লড়াইয়ে সঙ্গী রোহিত-পান্থরা

 

বাপ্পারাজকে নিয়ে প্রায়ই ট্রল হয়, অনেকে বলে ছ্যাঁকা খাওয়া নায়কের শুভেচ্ছাদূত তিনি। এটা নিয়ে কোনো দুঃখবোধ কাজ করে কিনা জানতে চাইলে বাপ্পারাজ বলেন, ‘একদমই না। আমি মনে করি, আমার জায়গায় আমি এক নম্বর।

আমার অভিনীত চরিত্র সবার মনে জায়গা করেছে বলেই এমনটা হয়েছে, তাই এটাকে ইতিবাচকভাবে দেখি। নিঃসন্দেহে এটা আমার সফলতা। আমাকে যখনই পরিচালকরা গল্প শোনাতেন, চরিত্র নিয়ে কথা বলতেন, তখন আমি বেছেই নিতাম ছ্যাঁকা খাওয়া চরিত্র। আমি নিজেও বুঝতাম, ছ্যাঁকা খাওয়া চরিত্রটাই ক্লিক করবে।’

অভিনয়ে কেন নিয়মিত নন, এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন তো আমার সেই সময় নাই, হিরোইনের পেছনে ছুটে ছুটে গান করব। সত্যি কথা বলতে আমাদের এখানে তো ওই রকম চিত্রনাট্যই হয় না। আমরা যারা, এই যেমন আমি, আমিন খান, নাঈম আমাদের নিয়ে গল্প ভাবা হয় না। যা-ও কেউ আমাদের কথা ভাবেন, চিত্রনাট্য করতে গেলে, বলবে, বাবার চরিত্র করো বা করেন। বাবার চরিত্র যে করব, আমাদের তো বাবার মতোও অবস্থা হয় নাই। আমাদের নিয়ে চরিত্র লেখা না হলে কীভাবে কী করব। মুম্বাইয়ের দিকে তাকালে দেখি, এই বয়সেও অমিতাভ বচ্চনসহ অন্যদের নিয়ে যেভাবে চরিত্র তৈরি হয়, তা সত্যিই অন্য রকম। বয়স্ক যারা, এখনো তাদের পর্দায় যেভাবে উপস্থাপন করে, তা ঠিকঠাকভাবেই করে। আমাদের এখানে গল্প এখনো একই প্যাটার্নের। হয়তো বাবার চরিত্র দরকার হলো, বলল, বাপ্পা ভাই করবেন? আমি বললাম, না, আমি করব না। এরপর দেখা গেল নাঈমের কাছ গেল, সেও করবেন না। এরপর আমিন খানের কাছে গেল, সেও করল না। এরপর এমন একজনকে নিল, যা হয়তো নিতে হবে বলেই নেওয়া। তাই বলব, আমাদের এখানে কাউকে ভেবে চরিত্র তৈরি হচ্ছে না।’

আরো পড়ুন
ইন্ডাস্ট্রির দুরবস্থা গ্রাস করেছে তাঁদেরও

ইন্ডাস্ট্রির দুরবস্থা গ্রাস করেছে তাঁদেরও

 

ইন্ডাস্ট্রির বর্তমান বেহাল দশায় পরিচালক-প্রযোজকদের ভূমিকা ও মুল সমস্যা প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘প্রযোজকেরা সাধারণত কী চায়, আমার ছবিটা হিট হোক। লগ্নি ফেরত আসুক। লাভ করুক। বাবা, ভাই, বোন, মা কাকে নেবেন, এটা নিয়ে মোটেও তিনি ভাবেন বলে মনে হয় না। খুব বেশি কিছু হলে প্রযোজক নায়ক-নায়িকা পর্যন্ত কে হতে পারেন, তা নিয়ে নাক গলায়। এখন যদি বলি, প্রযোজকেরা চাইবেন যে শাকিব খান থাকুক। শাকিব থাকলে তাদের মার্কেটের ভ্যালুটা ঠিক থাকবে, টাকা ফেরত আসবে, লাভও হবে। যে-সে থাকলে আবার ঝুঁকি। এরপরও বুঝলাম পরিচালক বোঝাল, গল্প খুব ফাটাফাটি। তারপরও প্রযোজক চিন্তা করবে, ফাটাফাটি হলেও যদি গল্প দর্শক না পছন্দ করে, তাহলে তো আমি শেষ। প্রযোজক চান তার বিনিয়োগের নিরাপত্তা। আমাদের পরিচালনার প্যাটার্ন বদলাতে হবে। না বদলাতে পারাটা অবশ্যই তাদের দীনতা। তবে নতুন যে কয়জন পরিচালক কাজ করছেন, তাদের কারণে প্যাটার্ন আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। নির্মাণের ধরন বদলে যেতে শুরু করেছে, ভাবনাচিন্তাও বদলেছে। আর আমাদের পুরানোদের চিন্তাভাবনা ওখানেই আটকে আছে, যেখানে তারা শুরু করেছিলেন। তাদের বক্তব্যটা অনেকটা এ রকম, হ্যাঁ, আমি ২০-৩০টি ছবি বানাইছি, তোমরা এখন আমারে জ্ঞান দাও। তারা এখনো ওই ২০-৩০টি ছবির মধ্যে আটকে আছেন। এখন যে দুনিয়া কোথায় চলে গেছে, তা তারা জানতে বা বুঝতে চান না। অনেক কিছু বদলে গেছে। এখন আর গোঁ ধরে বসে থাকলে হবে না।’

আরো পড়ুন
পর্দায় আজও ‘চিরসবুজ’ দেশ-বিদেশের মুক্তিযুদ্ধ

পর্দায় আজও ‘চিরসবুজ’ দেশ-বিদেশের মুক্তিযুদ্ধ

 

কিছুদিন আগে ছোট্ট একটা টিজারে দেখা গিয়েছিল বাপ্পারাজকে। অবশেষে অভিনয়ে ফিরছেন তিনি। নিজের আসন্ন এ কাজ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, ‘ওটা একটি ওয়েব সিরিজ। মোস্তফা খান শিহান বানাবে। সিরিজের প্রতিটা চরিত্রের ওপর একটা করে টিজার বানিয়েছে। বানানোর পর চুপচাপ ছিল, ভাবছিল পরে প্রকাশ করবে। কিন্তু হেনা-বকুল নিয়ে এত মাতামাতি শুরু হলো, তার মধ্যেই এটি ছেড়ে দিয়েছে। সময় ও সুযোগটা কাজে লাগিয়েছে। সিরিজটির নাম ‘রক্তঋণ’। কোনো চ্যানেলের সঙ্গে চূড়ান্ত হলে তবেই শূটিং শুরু হবে। এটি আমার অভিনীত প্রথম ওয়েব সিরিজ হতে যাচ্ছে। বিষয়বস্তুর কারণে সিরিজটিতে কাজ করতে রাজি হয়েছি। যেমন এটার মধ্যে হিরোইন নাই। নাচ-গান নাই। চরিত্রনির্ভর। চরিত্রে অভিনয়ের দুর্দান্ত সুযোগ আছে। ধুমধাম ব্যাপারও আছে।’

মন্তব্য

আমির-রণবীরের লড়াইয়ে সঙ্গী রোহিত-পান্থরা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আমির-রণবীরের লড়াইয়ে সঙ্গী রোহিত-পান্থরা
আমির খান ও রণবীর কাপুর

এক দিন আগেই আলিয়া ভাট জানিয়েছিলেন, তার স্বামী ও অভিনেতা রণবীর কাপুর ও আমির খানের মাঝে এক যুদ্ধ হতে যাচ্ছে। দুজন একসঙ্গে আসছেন পর্দায়। তখনই জানা যায়, খান-কাপুর মিলে একটি বিজ্ঞাপনে জুটি বাঁধছেন। তবে ভক্তদের জন্য চমক বাকিই ছিল বলা যায়।

গতকাল সেই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই চোখ ছানাবড়া সবার। শুধু আমির-রণবীরই নন, বিজ্ঞাপনে হাজির গোটা ভারতীয় ক্রিকেট টিম!

১২ মার্চ প্রকাশ্যে আসে বিজ্ঞাপনটি। আর প্রকাশ হওয়ার পরই ঝড় তুলে ফেলেছে। আলিয়া ভাটও বিজ্ঞাপনটির ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় এটি জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফরম ড্রিম ইলেভেনের বিজ্ঞাপন।

 

আরো পড়ুন
ইন্ডাস্ট্রির দুরবস্থা গ্রাস করেছে তাঁদেরও

ইন্ডাস্ট্রির দুরবস্থা গ্রাস করেছে তাঁদেরও

 

বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত আমির খানের কাছে ছবি তোলার অনুমতি চান। কিন্তু মজাটা শুরু হয় যখন ঋষভ বলেন, তিনি আসলে রণবীর কাপুরের সঙ্গে ছবি তুলতে চান! জবাবে মজার ছলে আমির বলেন, ‘শুধু ছবি কেন, চাইলে ও তোমাকে চুমুও দিয়ে দেবে!’ এরপর রণবীরের সঙ্গে দেখা হতেই আমির ভুল করে তাকে রণবীর সিং বলে বসেন। এতেই শুরু হয় আসল ঝামেলা! রণবীর রেগে গিয়ে বলেন, ‘আমি কিভাবে সিং হলাম? এবার আমিও যদি ওনাকে সালমান বলি?’ আমির মজার ছলে উত্তর দেন, ‘সালমান বলো ঠিক আছে, কিন্তু দয়া করে আরবাজ বোলো না!’ ঠিক তখনই পেছন থেকে আরবাজ খান বলে ওঠেন, ‘সোহেল বললেই পারতে!’

আরো পড়ুন
পর্দায় আজও ‘চিরসবুজ’ দেশ-বিদেশের মুক্তিযুদ্ধ

পর্দায় আজও ‘চিরসবুজ’ দেশ-বিদেশের মুক্তিযুদ্ধ

 

এখানেই শেষ নয়। রণবীর রাগ সামলাতে ওয়াশরুমে গিয়ে আমির খানকে উদ্দেশ করে বলেন, ‘উনি আমাকে হিংসা করেন! উনি শুধু খান, আর আমি খানদান!’ পাশে দাঁড়ানো জ্যাকি শ্রফ তখন তার আইকনিক ডায়ালগে বলেন, ‘বিরু, টিসু দাও... ইস্যু দিয়ো না!’ 

শেষে আমির খান বলেন, ‘এখনকার প্রজন্মের তারকাদের ইগো বক্স অফিস কালেকশনের থেকেও বড়!’ আর তা শুনেই রণবীর চিৎকার করে বলেন, ‘আমি শুনতে পাচ্ছি, কালা নই!’

এরপরই রণবীর-আমির লড়াইয়ের ঘোষণা দেন।

যেখানে আমির তার দলে টেনে নেন ঋষভ পান্তকে, রণবীর নেন রোহিত শর্মাকে। এই ২ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে মজা, নাটক আর রসিকতার ফুল প্যাকেজ দেখা গেছে। নেটিজেনদের মধ্যে এই বিজ্ঞাপন দারুণ সাড়া ফেলেছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ