<p>একটি মহল এই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দফা আন্দোলনকারী শিক্ষার্থী ফেরদৌস।</p> <p>রবিবার (১২ জানুয়ারি) রাতে অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। </p> <p>ভিডিও বার্তায় ফেরদৌস বলেন, প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য একটি যৌক্তিক আন্দোলন করছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, একটি মহল এই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে এই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে না। প্রশাসনকে সঙ্গে নিয়েই আমাদের আন্দোলন চলবে। তাই প্রশাসনের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তারা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখনো আন্দোলন করছে। আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা কখনো তাদের ফাঁদে পা দেবেন না।</p> <p>তিনি আরো বলেন, আমরা ইনশাআল্লাহ প্রশাসনকে সঙ্গে নিয়েই বিজয়ের বেশে ফিরে আসব। সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করা যাচ্ছে। প্রশাসনকে হেল্প করার জন্য ও প্রশাসনের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।</p> <p>মোবাইল ফোনে গণমাধ্যমকে তিনি বলেন, এ আন্দোলন যদি ভিসি বিরোধী আন্দোলনের দিকে চলে যায়, তাহলে বুঝবেন এখানে আমাদের সংশ্লিষ্টতা নেই। আমাদের আন্দোলন প্রশাসনের পক্ষে। প্রশাসনকে সঙ্গে নিয়ে। যদি কেউ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেয়, ভিসির পদত্যাগ চায়, তারা আমাদের কেউ না। আর সোহান ভাই আমাদেরই ভাই তার ওপর হামলা মানে আমাদের ওপর হামলা করা। এটি যারা করেছে ভিন্ন উদ্দেশ্যে করেছে।</p> <p>জানা যায়, শিক্ষার্থীদের তিন দফা দাবিতে ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। তাঁরা বর্তমানে ন্যাশনাল মেডিক্যাল কলেজে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।</p> <p>অসুস্থরা হলেন- উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় সভাপতি এ কে এম রাকিব, ইসলামি স্টাডিজ বিভাগের সোহান প্রামানিক ও আতিকুর রহমান তানজিল, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফয়সাল মুরাদ, একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী মাহফুজ, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসেন রিয়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহাগ আহমেদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম, একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী শের আলী, ফিন্যান্স বিভাগের রাকিব, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সভাপতি আশিক ও দর্শন বিভাগের তৌহিদ।</p>