<p>দক্ষিণী তারকা প্রভাস বরাবরই আলোচনার তুঙ্গে। বাহুবলীর সাফল্যের পর বিশ্বব্যাপী তার ভক্ত-অনুরাগী এখন অগণিত। তাই প্রভাসকে ঘিরে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে। কার সঙ্গে প্রেম বা বিয়ে নিয়ে। এখন পর্যন্ত একাধিক অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছে প্রভাসের। বিশেষ করে ‘বাহুবলী’র সময় থেকে আনুশকা শেঠির সঙ্গে তার নাম জড়ানোর পর থেকে এই আলোচনা আরো তীব্র হয়। অনেকেই ধরে নিয়েছিলেন, আনুশকাকেই হয়তো বিয়ে করবেন প্রভাস। তবে এত দিনে সেই গুঞ্জন সত্যি হয়নি। শুধু আনুশকা নয়। বলিউডের কৃতি শ্যাননের সঙ্গেও নাম জড়িয়েছিল প্রভাসের। ‘আদিপুরুষ’ সিনেমার শুটিংয়ের সময়ে দুজনকে নিয়ে গুঞ্জন রটেছিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দর্শকের হাততালি সব অভিনেত্রীর ভাগ্যে জোটে না" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736656316-bee6b2dfef03f103063ea5d48993c34d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দর্শকের হাততালি সব অভিনেত্রীর ভাগ্যে জোটে না</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/12/1467739" target="_blank"> </a></div> </div> <p>প্রভাসের সমসাময়িক অনেক তারকাই বিয়ে করে সংসারী হয়েছেন। তবে তিনি এখনো সিঙ্গেলই রয়ে গেছেন। তবে অপেক্ষার পালা বোধ হয় শেষ হতে চলেছে। জোর গুঞ্জন শোনা যাচ্ছে, অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী এই তারকা!</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দাবানলে ক্ষতিগ্রস্তদের বড় অনুদান দিল ডিজনি ও প্যারামাউন্ট" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736657086-d04cb274a9e95afe6e0c997be424a80a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দাবানলে ক্ষতিগ্রস্তদের বড় অনুদান দিল ডিজনি ও প্যারামাউন্ট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/12/1467741" target="_blank"> </a></div> </div> <p>সম্প্রতি ‘আনস্টপেবল উইথ এনবিকে সিজন ৪’ টক শোতে প্রভাসের সম্ভাব্য বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন প্রভাসের বন্ধু এবং সহ-অভিনেতা রাম চরণ। যদিও প্রভাস বা তার টিম থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তদের মাঝে এই খবরটি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। রাম চরণ বলেন, খুব শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গণপভরামের মেয়ে।</p> <p>এরই মধ্যে দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের একটি টুইট ঘিরেও অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। এক্স হ্যান্ডলে (টুইটার) তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন। এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা।</p> <p> </p>