<p>দল ঘোষণার আগেই গুঞ্জন ওঠে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন লিটন দাস। আজ দল ঘোষণাতেই সেটাই সত্যি হয়েছে। লিটনকে বাদ দিয়েই আইসিসির টুর্নামেন্টটির ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণায় নিউজিল্যান্ডের অভিনবত্ব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736675853-18ff44a186e9882af43c617d37452bbe.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণায় নিউজিল্যান্ডের অভিনবত্ব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/12/1467818" target="_blank"> </a></div> </div> <p>লিটনকে কেন স্কোয়াডে রাখা হয়নি তার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেছেন, ‘লিটন ফর্মে নেই। একজন ব্যাটার দীর্ঘদিন ধরে একই সংস্করণে রানের তীব্র খরায় ভুগছেন। আউট হওয়ার ধরনগুলো একই রকম। ক্রিকেটের প্রত্যেক সংস্করণেই, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে পাওয়ারপ্লেতে যে সুযোগটা নেওয়া দরকার, সেখানে উইকেটে বেশিক্ষণ থাকতে পারছেন না। স্ট্রাইকরেটের কারণে তাঁর সতীর্থের ওপর চাপ চলে আসছে। একজন ব্যাটার ফর্মে না থাকলেও আস্থার জায়গা থেকে দলে নির্বাচন করা হয়। আমার মতে এই মুহূর্তে সেই অবস্থানে তিনি নেই।’</p> <p>টানা অফ ফর্মে থাকলেও লিটনের ওপর ভরসা রাখছিল বলে জানিয়েছেন গাজী আশরাফ হোসেন। প্রধান নির্বাচক বলেছেন, ‘তারপরও আমরা তার উপর আস্থা রেখেছিলাম। সাদা বলের ক্রিকেটে তাকে আমরা অনেক ম্যাচ খেলিয়েছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাকির-রনির ফিফটিতে সিলেটের সংগ্রহ ১৮২" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736673323-e0da419712736c80dd38024d8dfeca6c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাকির-রনির ফিফটিতে সিলেটের সংগ্রহ ১৮২</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/12/1467802" target="_blank"> </a></div> </div> <p>লিটনের বাদ পড়াটা তাই অনুমিতই ছিল। দলে থাকতে হলে যা প্রয়োজন তা করতে ব্যর্থ হয়েছেন তিনি। কেননা সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স একদম বাজে। সর্বশেষ ১৩ ম্যাচে নেই কোনো ফিফটি। এর মধ্যে আবার ৮ ইনিংসেই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার। যার ফল চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দর্শক হয়েই বোকাবাক্সে দেখতে হবে।</p> <p>অন্যদিকে সাকিব আল হাসানকে দলে না রাখার ব্যাখ্যায় লিপু বলেছেন, ‘সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা নিয়ে সমস্যা, উত্তরণের প্রক্রিয়ায় আছে। বোলিং পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ার কারণে সে এখন শুধু একজন ব্যাটার হিসেবে খেলতে পারবে। ফলে সিলেকশন পজিশনেও সাকিবের অবস্থান ছিল কেবল একজন ব্যাটার হিসেবে। আমাদের টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটার হিসেবে তাকে ১৫ জনের দলে রাখতে পারিনি।’</p>