<p>আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া প্রি-পেইড মিটার লাগানো প্রজেক্ট বাতিল, প্রতি মাসে ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ ও মিটার ভাড়া আদায় বন্ধ এবং জনগণের ওপর জোরপূর্বক প্রি-পেইড মিটার ব্যবহার করতে বাধ্য না করার দাবি জানিয়ে রংপুর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কম্পানির (নেসকো) অফিস ঘেরাও করে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন রংপুরের গ্রাহকরা। </p> <p>রবিবার দুপুরে রংপুর নেসকোর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে হুমকি দেন তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, রক্ষা পেলেন প্রীতি জিনতা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736678138-0d655e024af6f2a99b0b6786a509e5b3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, রক্ষা পেলেন প্রীতি জিনতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/12/1467831" target="_blank"> </a></div> </div> <p><br />  <br /> ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের দুঃশাসন আমলে অযৌক্তিকভাবে ১৩ বার বিদ্যুতের দর বাড়ানো হয়েছে। শুধু লুটপাট করতেই তাদের এই আয়োজন ছিল। ২০ টাকার টাকার বিদ্যুৎ ত্রিশ টাকায় কিনতে জনগণকে নতুন করে চাপ প্রয়োগ করা হচ্ছে। জনগণের পকেটে আওয়ামী লীগ নেতারা লুটপাট করতেই এই প্রিপেইড মিটার প্রজেক্ট তারা করেছে। এই প্রজেক্ট শেখ হাসিনার বোন শেখ রেহানার। আমরা আবিলম্বে জনগণের পকেট কাটা বন্ধ করার দাবি জানাই। সাত দিনের মধ্যে এই দাবি পূরণ না হলে কঠোর অন্দোলন করা হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যুবলীগ নেতার পা ভেঙে দিল প্রতিপক্ষরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736678216-53ad19694c4c6ecefd263556d43e3b05.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যুবলীগ নেতার পা ভেঙে দিল প্রতিপক্ষরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/12/1467832" target="_blank"> </a></div> </div> <p><br />  <br /> মনিরুল ইসলাম মিন্টু বলেন, ‘হাসিনা ও তার পরিবার বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তা বিদেশ পাচার করেছে। দুর্নীর মাধ্যমে কেনা নিম্মমানের ভুয়া প্রিপেইড মিটার জনগণের ঘারে চাপিয়ে দিচ্ছে। আমরা এর নিন্দা জানাই।’<br />  <br /> তিনি বলেন, ‘প্রিপেইড মিটার স্থাপনের জন্য নেসকোর আল্টিমেটাম প্রত্যাহার করে করে নতুন প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ করে গ্রাহকদের মতামতের পূর্বের ডিজিটাল মিটার বহাল করতে হবে। আগামী সাত দিনের মধ্যে আগের ডিজিটাল মিটার সংযোগ না দিলে কঠোর অবস্থানে যাবার হুঙ্কার দেন আন্দোলনকারীরা।’<br />  <br /> কর্মসূচিতে আরো বক্তব্য দেন, মির্জা বাবর বাবলু, সাইফুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম আজাদ, লিখন চৌধুরী ও মনিরুল ইসলাম মিন্টুসহ অনেকে।</p>