<p>জয়পুরহাট ক্ষেতলালে চাঁদা দাবির অভিযোগে ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু জাফর ফাইটকে (৩৫) গণধোলাই দিয়েছে স্থানীয়রা। শনিবার (১১ জানুয়ারি) চৌহমনী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।</p> <p>ভুক্তভোগী জানান, মাহমুদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ও মিনিগাড়ী গ্রামের বাসিন্দা তোরাফ হোসেনের ছেলে আবু জাফর ফাইট। মিনিগাড়ী গ্রামে গাছ ক্রয় করেন কাঠ ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবু। ওই গাছ কাটতে গেলে বাবুর নিকট ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন ওই যুবলীগ নেতা। ভয়ে ২২ হাজার টাকা চাঁদা দেন বাবু। </p> <p>তিনি আরো জানান, অবশিষ্ট টাকা সময়মতো দিতে না পারায় কাটা গাছের কাণ্ড আটক দেন ফাইট। এ নিয়ে কাঠ ব্যবসায়ী বাবু ও চাঁদাবাজ ফাইটের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবুকে মারধর করেন ফাইট। সময় ফাইটকে গণধোলাই দেয় স্থানীয়রা।</p> <p>বাজার ও স্থানীয় সূত্র জানায়, ফাইট চেয়ারম্যান মশিউর রহমান শামিমের ডান হাত। ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী হিসেবে জয়পুরহাট আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে সরাসরি ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি। </p> <p>বিচার চেয়ে স্থানীয় দোকানিরা বলেন, বাজারে কোনো খাসি বা গরু জবাই হলে ফাইটকে স্বল্প মূল্যে কলিজা ও মাথা দিতে হতো৷ তার দলীয় দাপটে কেউ প্রতিবাদ করতে সাহস পাইনি। কয়েক বছর ধরে এই বাজারে সুকৌশলে বিভিন্ন সময় চাঁদাবাজি করতেন ফাইট।</p> <p>অভিযুক্ত ওয়ার্ড যুবলীগ সভাপতি আবু জাফর ফাইটের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।</p> <p>ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়েছে। এ বিষয়ে ক্ষেতলাল থানা পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।</p>