<p>বিদেশি সিগারেটে নামমাত্র ২ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হলেও ধুঁকতে থাকা দেশীয় উদ্যোক্তাদের নিম্নস্তরের সিগারেটে ১২ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে। একক অর্থবছরে এমন শুল্ক বৃদ্ধিকে ‘চূড়ান্ত বৈষম্য ও আত্মঘাতী সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের (এনসিএমএ) সাধারণ সম্পাদক নাজমুন নাহার লাকি।</p> <p>রবিবার (১২ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, প্রতিবাদে কড়া জবাব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736693239-8df7b73a7820f4aef47864f2a6c5fccf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, প্রতিবাদে কড়া জবাব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/12/1467920" target="_blank"> </a></div> </div> <p>লাকি বলেন, ‘প্রায় ১০ লাখ মানুষের জীবন-জীবিকা দেশীয় সিগারেট কম্পানির সঙ্গে জড়িত। সম্প্রতি এক অধ্যাদেশের মাধ্যমে নিম্নস্তরের সিগারেটে এক ধাপে ৫০ থেকে ৬০ টাকা মূল্য ও ৭ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। চলতি অর্থবছরে এই খাতে দুই দফায় মোট ১৫ টাকা এবং ৯ শতাংশ কর বৃদ্ধি করা হয়েছে, যা দেশের সিগারেটশিল্পের ইতিহাসে কখনো ঘটেনি।’</p> <p>সিগারেট খাতে অযৌক্তিক করনীতি সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘নিম্নস্তরে দেশীয় কম্পানির জন্য ২০২৪-২৫ অর্থবছরে ঘোষিত মূল বাজেট অনুযায়ী ৬০ শতাংশ সম্পূরক শুল্ক বলবত্ রাখতে হবে। এ ছাড়া অন্তর্বর্তীকালীন অধ্যাদেশ অনুযায়ী বহুজাতিক কম্পানিগুলোর জন্য ঘোষিত ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আহরণ কঠিনভাবে বাস্তবায়ন করতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অনৈতিক প্রস্তাব দেওয়ায় প্রবাসীর স্ত্রীর জিডি, সাড়া না পেয়ে দোকান ভাঙচুর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736691516-f8135ac2b7230113eab07a74e3a9fc47.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অনৈতিক প্রস্তাব দেওয়ায় প্রবাসীর স্ত্রীর জিডি, সাড়া না পেয়ে দোকান ভাঙচুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/12/1467913" target="_blank"> </a></div> </div> <p>সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দেশে সিগারেটের বাজার প্রায় ৫০ হাজার কোটি টাকারও বেশি। গত ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে প্রায় ৩৮ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। বিগত ১০ বছরে বহুজাতিক কম্পানির আধিপত্যে প্রায় সর্বস্বান্ত হয়ে ব্যবসা বন্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দেশীয় প্রতিষ্ঠানগুলো।</p> <p>সংগঠনটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট নীতি কৌশল অনুযায়ী বাজারের ভারসাম্য এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে নিম্নস্তরে শুধু দেশীয় মালিকানাধীন কম্পানির জন্য সংরক্ষিত রেখে কম্পানিগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা ও সিগারেট খাতে দেশীয় শিল্পোদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষা ও বাজারে সুষম বণ্টন ব্যবস্থা আনার জন্য প্রতিযোগিতা আইন-২০১২ বাস্তবায়ন করা।</p>