<p>শেষ পর্যন্ত বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হিসেবে পিটার বাটলারকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের নারী ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আজ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘পিটার ভালো কোচ। তাকেই আমরা মেয়েদের দায়িত্বে রেখে দিচ্ছি।’</p> <p>এই মুহূর্তে ছুটি কাটাতে ইংল্যান্ডে থাকা বাটলারও জানিয়েছেন, ‘হ্যাঁ, চুক্তিপত্র মেইলে পেয়েছি।’ আপাতত এক বছরের জন্য বাড়ানো হয়েছে চুক্তির মেয়াদ। টানা দুটি সাফের শিরোপা জেতা মেয়েদের নিয়ে দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরোনোর আশা বাটলারের। শুধু সাফের মধ্যে পড়ে থাকতে চান না তিনি। এশিয়ান ফুটবলেও সাবিনা-ঋতুপর্ণাদের চেনানোর প্রত্যয় তার।</p> <p>সেক্ষেত্রে বাফুফের কাছে বাটলারের চাওয়া, ফিফা উইন্ডোগুলো কাজে লাগানোর। ‘এখানে আসার পর দেখেছি সবার ভাবনা শুধু সাফ নিয়ে। কিন্তু লক্ষ্য হতে হবে আরও বড়। এশিয়ান পর্যায়ে নিজেদের চেনাতে হবে। বেশি বেশি যেন ম্যাচ খেলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বাফুফের সঙ্গে আলোচনা করব,’ - বলেছেন বাটলার।</p> <p>মেয়েরা এখন ছুটিতে। ১৫ জানুয়ারি শুরু হবে ক্যাম্প। প্রতিপক্ষ না পাওয়ায় ফেব্রুয়ারি উইন্ডোতে খেলা হচ্ছে না সাবিনাদের। মাহফুজা আক্তার জানিয়েছেন, মার্চে ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। এ মাসের শেষ দিকে ফিরবেন বাটলার। ফিরেই মেয়েদের সঙ্গে নতুন মেয়াদের কাজ শুরু করবেন ইংলিশ কোচ।</p>