ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

সাফের গণ্ডি পেরোনোর লক্ষ্য বাটলারের

শেয়ার
সাফের গণ্ডি পেরোনোর লক্ষ্য বাটলারের

ক্রীড়া প্রতিবেদক : শেষ পর্যন্ত বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হিসেবে পিটার বাটলারকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের নারী ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গতকাল বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পিটার ভালো কোচ। তাঁকেই আমরা মেয়েদের দায়িত্বে রেখে দিচ্ছি। এই মুহূর্তে ছুটি কাটাতে ইংল্যান্ডে থাকা বাটলারও গতকাল নিশ্চিত করেছেন, হ্যাঁ, চুক্তিপত্র মেইলে পেয়েছি।

আপাতত এক বছরের জন্য বাড়ানো হয়েছে চুক্তির মেয়াদ।

টানা দুটি সাফের শিরোপা জেতা মেয়েদের নিয়ে দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরোনোর আশা বাটলারের। শুধু সাফের মধ্যে পড়ে থাকতে চান না তিনি। এশিয়ান ফুটবলেও সাবিনা-ঋতুপর্ণাদের চেনানোর প্রত্যয় তাঁর।

সে ক্ষেত্রে বাফুফের কাছে বাটলারের চাওয়া ফিফা উইন্ডোগুলো কাজে লাগানোর। এখানে আসার পর দেখেছি, সবার ভাবনা শুধু সাফ নিয়ে। কিন্তু লক্ষ্য হতে হবে আরো বড়। এশিয়ান পর্যায়ে নিজেদের চেনাতে হবে।
বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বাফুফের সঙ্গে আলোচনা করব,’—বলেছেন বাটলার। মেয়েরা এখন ছুটিতে। ১৫ জানুয়ারি শুরু হবে ক্যাম্প। প্রতিপক্ষ না পাওয়ায় ফেব্রুয়ারি উইন্ডোতে খেলা হচ্ছে না সাবিনাদের। মাহফুজা আক্তার জানিয়েছেন, মার্চে ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ

বার্সেলোনা-বরুশিয়া ডর্টমুন্ড

সরাসরি, রাত ১টা, টেন ২

পিএসজি-অ্যাস্টন ভিলা

সরাসরি, রাত ১টা, টেন ১

 

টেনিস

মন্তে কার্লো মাস্টার্স

সরাসরি, বিকেল ৩টা, সনি টেন ৫

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল, শাইনপুকুর-গুলশান ক্রিকেট ক্লাব

সরাসরি, সকাল ৯টা

আইপিএল, গুজরাট-রাজস্থান সরাসরি, রাত ৮টা

প্রাসঙ্গিক
মন্তব্য

পাকিস্তানকেও হারিয়েছেন নিগাররা

শেয়ার
পাকিস্তানকেও হারিয়েছেন নিগাররা

ক্রীড়া প্রতিবেদক : স্কটল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশ নারী দলের ব্যাটাররা। গতকাল পাকিস্তান দলের বিপক্ষেও রানের দেখা পেয়েছেন ফারজানা হক, নিগার সুলতানারা। ব্যাটারদের কল্যাণে অনানুষ্ঠানিক দুই ম্যাচে জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করবেন মেয়েরা। তবু আগামীকাল মূল পর্বে নামার আগে ব্যাটিং নিয়ে যত চিন্তা বাংলাদেশ অধিনায়কের।

গতকাল আইসিসির এক বিবৃতিতে নিগার বলেছেন, আমরা জানি, পাকিস্তানে ব্যাটিং সহায়ক উইকেট থাকবে। এখানে যদি আমরা দল হিসেবে ভালো করতে পারি বিশেষ করে ব্যাটিং বিভাগ রান করতে পারে, তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। আমি বিশ্বাস করি, আমাদের বোলাররা ভালো করবে।

অনেক দিন ধরে ব্যাট হাতে ধারাবাহিকতার অভাবে ভুগছেন বাংলাদেশের ব্যাটাররা।

পাকিস্তানে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে গিয়ে অবশ্য সেই খরা কেটেছে। স্কটল্যান্ডের বিপক্ষে ৪৮ রানে আউট হওয়া ওপেনার ফারজানা গতকাল লাহোরে পাকিস্তান দলের বিপক্ষে ৫০ রান করে অন্য ব্যাটারদের সুযোগ দিতে স্বেচ্ছায় ব্যাটিং ছাড়েন। অধিনায়ক নিগার খেলেন ৭০ রানের ইনিংস। এ ছাড়া আট নম্বরে নামা দিলারা আক্তার ১৭ বলে ২৯ এবং ১১ নম্বরে ব্যাট করা জান্নাতুল ফেরদৌস ৩৪ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
এতে ২৭৬ রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ।

নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্য তাড়ায় নামা স্বাগতিকদের ১০৯ রানে গুটিয়ে দেন রাবেয়া খান, মারুফা আক্তাররা। এতে ১৬৭ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। এর আগে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারান নিগাররা।

মন্তব্য

রেসে থাকল রহমতগঞ্জ

শেয়ার
রেসে থাকল রহমতগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক : ময়মনসিংহে শুরুতে পিছিয়ে পড়েও এলিমিনেটর ম্যাচে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১৫ এপ্রিল বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে তারা।

ব্রাদার্সের বিপক্ষে জেতার মতোই খেলেছে রহমতগঞ্জ। শুরু থেকে একের পর এক সুযোগ তৈরি করেছে।

কখনো ভাগ্য সহায় ছিল না, কখনো পথ আগলে দাঁড়িয়েছেন ব্রাদার্স গোলরক্ষক আশরাফুল ইসলাম। খেলার ধারার বিপরীতে ম্যাচের ৩৫ মিনিটে এমফন ওদোর গোলে এগিয়ে যায় ব্রাদার্স। বক্সের বাইরে থেকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেছেন নাইজেরিয়ান উইঙ্গার। তবে দ্বিতীয়ার্ধে কর্নারে স্যামুয়েল বোয়েটেংয়ের দুর্দান্ত হেডে ঠিকই সমতায় ফেরে রহমতগঞ্জ।
ম্যাচ নিয়ে যায় তারা অতিরিক্ত সময়ে। সেখানে এই মধ্যবর্তী দলবদলেই পুরান ঢাকার ক্লাবটিতে যোগ দেওয়া সলোমন কিং পেয়েছেন জয়সূচক গোলটি। তাজউদ্দিনের শট রহমত মিয়া ক্লিয়ার করতে না পারলে সুযোগ সন্ধানী সলোমন বল জালে ঠেলেছেন। কিংসকে হারিয়ে ২২ এপ্রিলের ফাইনালে উঠে আছে আবাহনী।
কিংসেরও সুযোগ আছে রহমতগঞ্জকে হারিয়ে আবার তাদের মুখোমুখি হওয়ার।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ