<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলার বিচারকাজ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এ সম্পর্কিত আদেশ বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদেশে বলা হয়েছে, ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা ঢাকার নিউমার্কেট থানার মামলা এবং ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল জজ আদালতে বিশেষ ট্রাইব্যুনাল মামলার বিচারকাজ পরিচালনার জন্য ২০১০ সালের ২৮ ডিসেম্বর বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবন ঘোষণা করা হয়।</span></span></span></span></span></p>