<p>ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজে গতকাল শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে।<br /> উদ্ভূত পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ তিন দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য ছাত্রদের হোস্টেল বন্ধ ঘোষণা করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শার্ট ছাড়া ছাত্রীদের বাড়ি পাঠালেন প্রধান শিক্ষক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736685548-bd4825e92a79973327c087b872fbecab.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শার্ট ছাড়া ছাত্রীদের বাড়ি পাঠালেন প্রধান শিক্ষক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/12/1467877" target="_blank"> </a></div> </div> <p>ছাত্রদের সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার মধ্যে হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তবে মেয়েরা হোস্টেলে অবস্থান করতে পারবেন। ছাত্রদের হলের সিট ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।</p> <p>সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হলের সিটভাড়া ও অন্যান্য বিষয় নিয়ে গতকাল বিকেলে হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন কলেজসংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় বাগবিতণ্ডার মধ্যেই পক্ষ-বিপক্ষ তৈরি হয়ে যায় শিক্ষার্থীদের মধ্যে। বাইরের শিক্ষার্থীদেরও একটি অংশ এসে যুক্ত হয়ে যায়। এরপর সন্ধ্যার দিকে শুরু হয় দুই পক্ষে মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়া। পরিস্থিতির অবনতি হলে কলেজ কর্তৃপক্ষের আহ্বানে ক্যাম্পাসে যৌথ বাহিনীর সদস্যরা আসেন। এ সময় জরুরি সভা শেষে কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়া অনশন না ভাঙার ঘোষণা জবি শিক্ষার্থীরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736694550-93c022dc516eb2526094f7e0d27e8477.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়া অনশন না ভাঙার ঘোষণা জবি শিক্ষার্থীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/01/12/1467929" target="_blank"> </a></div> </div> <p>কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে আবারও সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। </p> <p>কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ বলেন, হলের সিট নবায়ন ইস্যুতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত হয়। সন্ধ্যার পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। </p>