<p>‘সবাই তো বিচার চায়, আমি কঠিন বিচার চাই; ফাঁসি চাই ওদের, ওরা আমাকে এতিম করেছে। গত শুক্রবার (১০ জানুয়ারি) আমাকে নিয়ে ময়মনসিংহ যাওয়ার কথা ছিল আব্বুর। কিন্তু আব্বু ময়মনসিংহ গেলেন ঠিকই, ফিরলেন আমাদের এতিম করে। আমি দোষীদের এমন বিচার চাই, যেন আমার মতো এতিম আর কেউ না হয়।’</p> <p>কান্নাজড়িত কণ্ঠে এ কথাগুলো বলছিলেন দুর্বৃত্তদের হাতে খুন হওয়া পুলিশ সদস্য (এসআই) শফিকুল ইসলামের মেজো ছেলে রাফিউল ইসলাম। কর্মস্থল থেকে ছুটি নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে নিজবাড়িতে এসে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুর্বৃত্তদের হাতে খুন হন ওই পুলিশের সদস্য।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তাহসানের দ্বিতীয় বিয়ের পর লাইভে মিথিলার কান্না, যা জানা গেল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736658338-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তাহসানের দ্বিতীয় বিয়ের পর লাইভে মিথিলার কান্না, যা জানা গেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/12/1467745" target="_blank"> </a></div> </div> <p>রাফিউল ইসলাম জানান, তার বাবা শফিকুল ইসলাম জামালপুর পুলিশে কর্মরত ছিলেন। গত বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ছুটিতে দুর্গাপুর আসেন। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সবাইকে নিয়ে ময়মনসিংহে একটি ভাড়া বাসায় ওঠার কথা ছিল তার। কিন্তু এর আগেই বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজারে বের হলে কিছুক্ষণ পরে তার মায়ের ফোনে খবর আসে তাকে কোপানো হয়েছে।</p> <p>তিনি বলেন, ‘তখন কেউ এগিয়ে আসেনি। পরে একজন লোক অটোতে করে আব্বুকে হাসপাতালে নিয়ে গেছে। আমার আব্বুর আঙুল কেটে ফেলছে, হাত কেটে ফেলছে, একটা পা নাই।’ এই বলে আহাজারি করতে থাকেন রাফিউল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দাম বাড়ছে সিগারেটের, কোন স্তরে কত?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736664266-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দাম বাড়ছে সিগারেটের, কোন স্তরে কত?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2025/01/12/1467763" target="_blank"> </a></div> </div> <p>নিহত পুলিশ সদস্যের বাড়িতে চলছে শোকের মাতম। তাদের দাবি সঠিক বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন নিশ্চিত হয়। </p> <p>নিহত পুলিশ সদস্যের মা ফাতেমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বিচার চাই গো, আমি আর কিছু চাই না গো। আমার ছেলে হত্যার বিচার চাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে কারণে বিআরটিএ বন্ধের চিন্তা করতে পারে সরকার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736662024-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে কারণে বিআরটিএ বন্ধের চিন্তা করতে পারে সরকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/12/1467754" target="_blank"> </a></div> </div> <p>নিহতের ছোট ভাই আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের এমন কোনো শত্রু নাই, এটা কিভাবে হইলো আল্লাহই জানে। আমার ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’</p> <p>নিহত পুলিশ সদস্যের গ্রামের এলাকাবাসী রমজান আলী বলেন, ‘এলাকার কারো সঙ্গে কোনো দিন শফিকুলের মনোমালিন্য হয়নি। তিনি অত্যন্ত ভালো ছেলে ছিলেন। আমরা শফিকুলের মতো একজন ভালো মানুষকে এলাকা থেকে হারালাম। আমরা চাই, এ খুনের সঠিক তথ্য বের হোক।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মধ্যরাতে আগুন, ঘর থেকে বের হতে না পেরে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736659897-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মধ্যরাতে আগুন, ঘর থেকে বের হতে না পেরে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/12/1467749" target="_blank"> </a></div> </div> <p>এদিকে এ ঘটনায় নিহত শফিকুল ইসলামের বাবা রফিকুল ইসলাম অজ্ঞাতপরিচয় ছয়জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেছেন। এর আগে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার নিজ বাসা থেকে বের হয়ে বাজারে গিয়েছিলেন শফিকুল ইসলাম। বাজার থেকে ফেরার পথে উকিলপাড়া এলাকার পান মহল সংলগ্ন একটি গলি সড়কে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা ও শরীরের বিভিন্ন জায়গা জখম করেন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে জানাজা শেষে দাফন করা হয়।</p>