<p>রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী‌তে হা‌নিফ প‌রিবহন ও গো‌ল্ডেন লাইন না‌মে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে গো‌ল্ডেন লাইনের চালক বাচ্চু (৫০) নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন অপর বা‌স হানিফ প‌রিবহনের চালকসহ অন্তত ১৫ জন যাত্রী। এরম‌ধ্যে ৩ জ‌নের অবস্থা আশঙ্কাজনক। আহত‌দের উদ্ধার ক‌রে রাজবাড়ী সদর ও কালুখালী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।</p> <p>গতকাল শ‌নিবার (১১ জানুয়ারি) রাত সা‌ড়ে ১১টার দি‌কে মহাসড়কের কা‌লিবা‌ড়ি গ‌ড়িয়ানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গো‌ল্ডেন লাইনের চালক বাচ্চু ফরিদপুর কোতয়ালী থানার কোমরপু‌রের বা‌সিন্দা।</p> <p>এদিকে ঘটনার পর থে‌কে ঘটনাস্থ‌লের উভয়পা‌শের মহাসড়কে সৃষ্টি হয় যানজট। প‌রে প্রায় এক ঘণ্টা পর স্বাভা‌বিক হয় যান চলাচল।</p> <p>পাংশা হাইও‌য়ে থানার ও‌সি হারুন অর র‌শিদ দুর্ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, কালুখালী উপ‌জেলার কা‌লিবা‌ড়ি গা‌ড়িয়ানা এলাকায় রাত সা‌ড়ে ১১টার দি‌কে কু‌ষ্টিয়া থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগা‌মী হা‌নিফ প‌রিবহ‌ন ও বিপ‌রিত দিক থে‌কে আসা পঞ্চগড়গা‌মী গোল্ডেন লাইন পরিবহন দু‌টি ওভার‌টেক কর‌তে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এ‌তে দুই বা‌সের চালকসহ বেশ ক‌য়েকজন যাত্রী আহত হন।</p> <p>প‌রে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ক‌রে রাজবাড়ী সদর ও কালুখা‌লি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স হাসপাতালে পাঠায়। আহত‌  গো‌ল্ডেন লাইনের চালক‌ বাচ্চু ফরিদপুর মে‌ডি‌কে‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া হা‌নিফ প‌রিবহ‌নের চালকসহ ৩ জনের অবস্থা গুরুতর। </p>