<p style="text-align:justify">ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের মুন্সীবাজার সংলগ্ন কাফুরা রেল ক্রসিংয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় আহত মুদি দোকানি জিন্নাত শেখ (৫৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনার চার দিনের মাথায় ঢাকার মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।</p> <p style="text-align:justify">আজ রবিবার সকালে বিষয়টি নিহত জিন্নাত শেখের বড় ছেলে শামীম শেখ নিশ্চিত করেন। জিন্নাত ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের কাফুরা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকায় মুদি দোকানের  ব্যবসা করতেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="ডিসি অফিসে চাকরি করে সম্পদের পাহাড় হাসেমের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736664049-8ee338c4339636004e1214305f2c72c1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">ডিসি অফিসে চাকরি করে সম্পদের পাহাড় হাসেমের</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/12/1467760" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এর আগে, গত ৭ জানুয়ারি দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেসের ধাক্কায় মাইক্রোবাসের নারায়ণগঞ্জ সদরের ভূঁইয়াপাড়া এলাকার একই পরিবারের পাঁচজন নিহত হন। এ ঘটনায় মুদি দোকানি জিন্নাতসহ তিনজন আহত হন।</p> <p style="text-align:justify">ঘটনাস্থল সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর জেলা সদরের মুন্সীবাজার সংলগ্ন কাফুরায় রেলক্রসিং এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেসের ধাক্কায় নারায়ণগঞ্জ জেলা সদরের ভূঁইয়াপাড়া এলাকার একই পরিবারের পাঁচজন নিহত হন। এ ঘটনায় মুদি দোকানি জিন্নাত ও মাইক্রোবাসে থাকা দুই যাত্রীসহ তিনজন আহত হন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="দাম বাড়ছে সিগারেটের, কোন স্তরে কত?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736664266-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">দাম বাড়ছে সিগারেটের, কোন স্তরে কত?</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2025/01/12/1467763" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">আহতদের মধ্যে গুরুতর আহত হন গেরদার মুন্সিবাজার এলাকার মুদি দোকানদার জিন্নাত শেখ। আহতদের মধ্যে জিন্নাত শেখ আশঙ্জকানক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছিল।</p> <p style="text-align:justify">নিহতের স্বজনরা জানান, দুর্ঘটনার দিন মাইক্রোবাসটিকে বাঁচাতে রাস্তার পাশে থেকে সিগন্যাল দিচ্ছিলেন জিন্নাত। সিগন্যাল লক্ষ না করে সড়কে উঠে পড়ে সাত যাত্রীসহ মাইক্রোবাসটি। এ সময় মাইক্রোবাসটি রেলের ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। মাইক্রোবাসের সামনের গ্লাসটি ভেঙে ছুটে গিয়ে জিন্নাতের বুকে আঘাত লাগে। এতে জিন্নাতের বুকের ৬টি হাড় ভেঙে যায়। </p> <p style="text-align:justify">গ্লাসের ভাঙা টুকরার আঘাতে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত জিন্নাতের শারীরিক অবস্থার অবনতি হলে ঘটনার পরের দিন বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসাপাতালে পাঠানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="ট্রাইব্যুনালে গণহত্যা মামলার আসামি কনস্টেবল সুজন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736663111-df7084a6b83e4594afb89677cc19fe8e.jfif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">ট্রাইব্যুনালে গণহত্যা মামলার আসামি কনস্টেবল সুজন</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2025/01/12/1467759" target="_blank"> </a></p> </div> </div> </div> </div> <p style="text-align:justify">জিন্নাতের বড় ছেলে শামীম শেখ জানান, ‘বাবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করলে প্রথমে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করাতে পারিনি। তারপর আমাদের ঢাকা মেডিক্যালে পাঠালে সেখানে ভর্তি করতে না পেরে দুই দিন একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাই। এর মধ্যে বক্ষব্যাধি হাসপাতালে যোগাযোগ অব্যাহত রেখেছিলাম।</p> <p style="text-align:justify">গতকাল শনিবার রাত ১০টার দিকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে সিট পেয়ে বাবাকে ভর্তি করাই। রাতেই বাবা মারা যান। আমরা থানার ক্লিয়ারেন্স পেয়ে বাবার মরদেহ নিয়ে ফরিদপুরের গেরদায় বাড়ির উদ্দেশে রওনা হব।’</p>