<p>গাজীপুরের শ্রীপুর থেকে অপহরণের পর এক লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে এক চিকিৎসককে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। দাবি করা মুক্তিপণ পেয়ে রবিবার (১২ জানুয়ারি) ভোরে অপহরণকারীরা গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় চলন্ত মাইক্রোবাস থেকে ওই চিকিৎসককে ফেলে যায়।</p> <p>মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া ওই চিকিৎসকের নাম আমিনুর রহমান (৪০)। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কচুটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আমিনুর রহমান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বায়ুদূষণ বন্ধে ৭ দিনের মধ্যে পদক্ষেপ গ্রহণের নির্দেশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736673748-56846f18f33e32ad35274e9f3bee272e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বায়ুদূষণ বন্ধে ৭ দিনের মধ্যে পদক্ষেপ গ্রহণের নির্দেশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2025/01/12/1467803" target="_blank"> </a></div> </div> <p>চিকিৎসকের স্বজনরা জানায়, আমিনুর রহমান গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা সেবা দিতেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে শনিবার বিকেলে অপহরণকারীরা তাকে তুলে নিয়ে গিয়েছিল।</p> <p>ডা. আমিনুর রহমানের চাচাত ভাই সৈয়দ মোয়াজ্জেম হোসেন মিল্টন জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আমিনুর তার স্ত্রীকে ফোন করে কাঁদছিলেন। পরে তাকে অপহরণ করা হয়েছে বলে জানিয়ে তার মুক্তির জন্য দুই লাখ টাকা ব্যবস্থা করতে বলেন।</p> <p>সৈয়দ মোয়াজ্জেম হোসেন আরো জানান, আমিনুর তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথার বলার সময় অপহরণকারীরা তাকে মারধর করছিল। একপর্যায়ে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পর ফের ফোন করে দ্রুত টাকা না পাঠালে তাকে (আমিনুর) মেরে ফেলা হবে বলে জানায়। এরপর তারা তিন দফায় শনিবার রাত ১১টা পর্যন্ত অপহরণকারীদের দেওয়া বিভিন্ন নম্বরে এক লাখ টাকা পাঠান। আরো টাকা পাঠানোর জন্য অপহরণকারীদের একজন ফোন করে বলেন, ‘খুব দ্রুত আরো টাকা না পাঠালে ডাক্তারকে মেরে ফেলবো।’ পরে রাত প্রায় তিনটা পর্যন্ত আরো ৩০ হাজার টাকা পাঠান তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ ধ্বংসের শেষ প্রান্তে’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736673098-ecca373e54ad6ae2a582532000b68977.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ ধ্বংসের শেষ প্রান্তে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/12/1467801" target="_blank"> </a></div> </div> <p>ডা. আমিনুর রহমানের স্ত্রী দাবি করেন, ঘটনাটি তারা ওই রাতেই থানা পুলিশ ও র‌্যাবকেও জানিয়েছিলেন। এরই মধ্যে রবিবার ভোর চারটার দিকে অপহরণকারীরা তার স্বামীকে মাইক্রোবাস থেকে গাজীপুর সদরের হোতাপাড়ায় মহাসড়কের পাশে ফেলে যায়। সেখান থেকে অসুস্থ অবস্থায় আমিনুর বাসায় ফেরেন।</p> <p>শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল কালের কণ্ঠকে বলেন, ‘ডা. আমিনুর রহমান বাসায় ফিরেছেন বলে তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। ঘটনাটি জানানোর পর তাৎক্ষণিকভাবে পুলিশ তৎপরতা শুরু করে। অপহরণকারীদের শনাক্তসহ আটকের চেষ্টা চলছে।’</p>