<p>নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। রবিবার (১২ জানুয়ারি) পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়।</p> <p>স্থানীয়রা জানায়, খোজাগাড়ী গ্রামে আমিনুর ইসলাম মন্টু ভ্যানযোগে সন্যাসতলী মোড় থেকে গোবরচাঁপা আসার পথে তালতলী মোড়ে এসে চলন্ত ভ্যানের এক্সেল ভেঙে পড়লে তিনি ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরো দুজন আহত হন। </p> <p>অন্যদিকে ভাণ্ডারপুর মিঠাপুর সড়কে গভীর নলকূপের পাশে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান জয় রাহুল নামে ওই ট্রলির হেলপার। জয় রাহুল খোকসাবাড়ী গ্রামের আমিনুর ইসলামের ছেলে। </p> <p>বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, ভ্যানের এক্সেল ভেঙে যে মারা গেছেন তার বিষয়ে থানায় জিডি হয়েছে। ভাণ্ডারপুর মিঠাপুর সড়কে দুর্ঘটনায় যে মারা গেছেন তার বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।</p>