<p>বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আকর্ষণ বাড়াতে চলে এসেছেন ধারাভাষ্যকার ড্যানি মরিসন। আজ সিলেটে এসে পৌঁছেছেন তিনি। ৫ বছর পর বাংলাদেশে এসে শুরুতেই ঢাকার ট্রাফিক জ্যাম নিয়ে চিন্তিত দেখা গেল তাকে।</p> <p>২০১৯ সালে সর্বশেষ বিপিএলে ধারাভাষ্য দিতে এসেছিলেন মরিসন। এত দিনে ফিরতে পেরে আনন্দিত তিনি। এই প্রতিবেদকের সঙ্গে সৌজন্য বিনিময়ের সময় বলেন, ‘অনেক দিন পর আবার বাংলাদেশে এলাম। বিপিএলে ফিরতে পেরে ভালো লাগছে। আশা করি, আগামী কিছুদিন এখানে ভালো সময় কাটবে।’</p> <p>এরপর নিজ থেকেই ঢাকার ট্রাফিক জ্যামের প্রসঙ্গ টানলেন তিনি, ‘তুমি কি ঢাকা থেকে সিলেটে ম্যাচ কাভার করতে এসেছ? ঢাকায় এখন ট্রাফিকের কী অবস্থা।’<br /> এই পাঁচ বছরে অবস্থার যে আরো অবনতি হয়েছে, এটি জানার পর মুখভঙ্গিতে হতাশা প্রকাশ করেন মরিসন।</p> <p>মরিসন আজ বিপিএলের ধারাভাষ্য দলে যোগ দিলেও আসছেন না আমির সোহেল। ঠিক কী কারণে আসছেন না পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার, এটি অবশ্য জানা যায়নি। এদিকে বিপিএলের মাঝপথে ফিরে যাবেন শ্রীলঙ্কান ধারাভাষ্যকার পারভেজ মাহরুফ। আসন্ন অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের ধারাভাষ্য দিতে ২৭ জানুয়ারি ফিরে যাবেন তিনি। এবারের বিপিএলে আর যোগ দেওয়া হবে না তার। মাহরুফ ফিরে যাওয়ার পর অবশ্য বাংলাদেশে আসবেন জিম্বাবুয়ের ধারাভাষ্যকার টিনো মায়োয়ো।</p>