<p>জামালপুরের দেওয়ানগঞ্জে ডাকাত সন্দেহে পাইপগানসহ খোরশেদ আলম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়।  </p> <p>আলম পৌরসভার বাদে শশারিয়া ডালবাড়ী এলাকার সামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, দুইটি ডাকাতি মামলা, একটি মাদক মামলা এবং একটি হত্যা মামলা, একটি চোরাচালান মামলাসহ সাতটি মামলা রয়েছে। সর্বশেষ অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে পৌর এলাকার পাম্পু তোলা চুলকানি বিল এলাকা থেকে আলম ওরফে আলম ডাকাত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার নিকট থেকে একটি পাইপগান ও কার্তুজ উদ্ধার করে পুলিশ।</p> <p>দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, একটি পাইপগান, কার্তুজসহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন অপরাধের ছয়টি মামলা রয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে। </p>