<p style="text-align:justify">উন্নত চিকিৎসার জন্য লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতালে তিনি পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন বলে জানা গেছে।</p> <p style="text-align:justify">শুক্রবার (১০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। </p> <p style="text-align:justify">ভিডিওর ক্যাপশনে লেখা হয়, হাসপাতালে বেগম খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।</p> <p style="text-align:justify">৪৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তারেক রহমান ও জুবাইদা রহমান কয়েকটি খাবারের বক্স নিয়ে হাসপাতালে আসছেন।</p> <p style="text-align:justify">এ বিষয়ে জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান, পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝেমধ্যে অল্প খাচ্ছেন তিনি।</p> <p style="text-align:justify">তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে তাকে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলায় সাজা নিয়ে তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন।</p> <p style="text-align:justify">কিন্তু বিএনপি নেত্রীর লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে বলে বাংলাদেশের চিকিৎসকেরা অনেক দিন ধরে বলে আসছিলেন। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে ২০২০ সাল থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে কয়েক দফা আবেদন করা হয়; কিন্তু সেই সরকার তাতে সাড়া দেয়নি।</p> <p style="text-align:justify">গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দি হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।</p> <p style="text-align:justify">এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডন যান কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে।</p>