<p>কেরানীগঞ্জের কালীগঞ্জ তেলঘাট এলাকায় ‘আসমা গার্ডেন সিটি’ নামের আটতলা একটি মার্কেট দখলের অভিযোগ উঠেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোহেলের বিরুদ্ধে। রবিবার (১২ জানুয়ারি) মার্কেটের মালিক মো. রফিক এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।</p> <p>ভুক্তভোগীর অভিযোগ, শনিবার দুপুরে সোহেল ও শাকিলের নেতৃত্বে চার শতাধিক লোক মার্কেট দখল নিতে আসে। এ সময় তারা মার্কেটের কিছু অংশ ভাঙচুর ও দোকানদারদের মারধর করে। পরে মার্কেটের দেয়ালে নাম পরিবর্তন করে ‘আহম্মেদ টাওয়ার’ নামে সাইনবোর্ড টানিয়ে দেয়।</p> <p>ভুক্তভোগী ব্যবসায়ী (মার্কেটের মালিক) মো. রফিক বলেন, ২০০৭ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে নামজারি করেন তিনি। হালনাগাদ খাজনাও পরিশোধ করা আছে। ২০০৮ সালে ওই জমিতে তিনি বহুতল মার্কেট নির্মাণ করেন। বেশির ভাগ দোকানের পজিশন বিক্রি করে দেন তিনি। ১৮ বছর ধরে তিনি মার্কেট ভোগদখল করে আসছেন। কিন্তু শনিবার হঠাৎ করে সোহেলের নেতৃত্বে ৪০০-৫০০ লোক অস্ত্রশস্ত্র নিয়ে মার্কেটে হামলা চালিয়ে সাইনবোর্ড টানিয়ে দেয়। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন তিনি।</p> <p>অভিযোগ অস্বীকার করে সোহেল মুঠোফোনে বলেন, ‘এটা আমাদের বিএনপির এক নেতার মার্কেট। আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় জোর দখল করে নেন রফিক। মার্কেটে গিয়ে প্রতিটি দোকানদারদের ডেকে বলেছি, আপনাদের মালিককে ডাকেন, এটা যদি তার মার্কেট হয় তাহলে কাগজপত্র নিয়ে বসতে বলেন। এরপর আমরা মার্কেটে একটি অস্থায়ী সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি।’</p> <p>দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’</p>