<p>চেক প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি শহরে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছে। এটি একটি হিটার দুর্ঘটনার কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির উদ্ধারকর্মীরা রবিবার এ তথ্য জানিয়েছেন।</p> <p>স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগ ফেসবুকে জানিয়েছে, সম্ভবত একটি আউটডোর গ্যাস হিটার উল্টে যাওয়ার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ড স্থানীয় সময় শনিবার রাত ১০টা ১৭ মিনিটে শুরু হয় এবং মধ্যরাতের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এটি উ কোজোটা রেস্তোরাঁর পাশে কাঠের তৈরি বিয়ার গার্ডেনে ঘটে, যা রাজধানী প্রাগ থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মোস্ট শহরের একটি আবাসিক এলাকায় অবস্থিত।  </p> <p>অগ্নিনির্বাপণ বিভাগ বলেছে, ‘সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও...আগুন ছয়জনের জন্য মর্মান্তিক পরিণতি নিয়ে এসেছে।’</p> <p>এদিকে আহত আটজনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। আহতদের প্রাগ, মোস্ট ও উস্তি নাদ লাবেমের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক জরুরি সেবা পরিচালক পেত্র বুরেশ। তিনি চেক টেলিভিশনকে বলেন, ‘তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর ও জীবন সংকটাপন্ন।’</p> <p>স্বরাষ্ট্রমন্ত্রী ভিত রাকুসান জানিয়েছেন, রেস্তোরাঁ ও পাশের একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে প্রায় ৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। চেক টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন অগ্নিনির্বাপণকর্মী জানিয়েছেন, ছয়জনের লাশ রেস্তোরাঁর ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।  </p> <p>প্রতিবেদন অনুযায়ী, হিটারে বিস্ফোরণ ঘটায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজে ২৮টি অগ্নিনির্বাপণ গাড়ি ও ৬৩ জন অগ্নিনির্বাপণকর্মী অংশ নেন। আঞ্চলিক পুলিশপ্রধান জবিনেক ডভোরাক চেক টিভিকে জানিয়েছেন, পুলিশ সন্ত্রাসবাদের সম্ভাবনা নাকচ করেছে এবং ঘটনাটি অবহেলার কারণে ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে।  </p> <p>প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা এক্সে এই দুর্ঘটনাকে ‘একটি বড় ট্র্যাজেডি’ উল্লেখ করে শোক প্রকাশ করেছেন।</p> <p>সূত্র : এএফপি</p>