<p style="text-align:justify">নারায়ণগঞ্জে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত ভ্যানচালকরা।</p> <p style="text-align:justify">রবিবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভে এসে শেষ হয়। পরে সড়ক অবরোধ করেন তারা। এতে করে চাষাঢ়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়।</p> <p style="text-align:justify">এদিন বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন ও ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা। </p> <p style="text-align:justify">সড়ক অবরোধের খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি মো. নাসির আহম্মদ ঘটনাস্থলে এসে ভ্যানচালকদের আশ্বস্ত করলে তারা সড়ক থেকে সরে যান। পরবর্তীতে শহরে যানচলাচল স্বাভাবিক হয়।</p> <p style="text-align:justify">আন্দোলনরত ভ্যানচালকরা বলেন, ‘পুলিশ ব্যাটারিচালিত ভ্যানচালকদের কাছ থেকে প্রতি মাসে ১ হাজার থেকে ১২০০ টাকা চাঁদা আদায় করা হয়ে থাকে, যা কোনোভাবেই যৌক্তিক নয়। যদি পুলিশের চাঁদাবাজি বন্ধ না হয় তাহলে আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।’</p> <p style="text-align:justify">গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, ইজি বাইক, অটোরিকশা ও ভ্যান থেকে পুলিশ জায়গায় জায়গায় চাঁদাবাজি করে। রেকার বিলের নামে পুলিশ বিভিন্ন জায়গায় ভ্যানচালকের কাছ থেকে টাকা আদায় করে। চালকদের ধরে মাদক দিয়ে আটকায়। এখন থেকে আর চাঁদাবাজি চলবে না।</p> <p style="text-align:justify">এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহম্মদ জানান, চাঁদাবাজির বিষয়টি তিনি অবগত নন। রেকার বিলের বিষয়টি খতিয়ে দেখা হবে। বিষয়টি তিনি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতনদের অবহিত করবেন। পাশাপাশি ভ্যানচালকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।</p>