<p>পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে আব্দুল হামিদ (৭০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়িয়া গ্রামের বাসিন্দা। শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই পুলিশ সদস্যের নিজ বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি স্থানীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাহবুব আলমের বাবা।</p> <p>নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। হঠাৎ মধ্যরাতে আগুন লাগে। এ সময় পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও প্যারালাইজড আব্দুল হামিদ নিজঘর থেকে বের হতে পারেননি। আব্দুল হামিদ নিজ কক্ষে একাই থাকতেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আমদানিতে ‘ষাইটবাট্টা’ রপ্তানিতে ‘বিদ্যুৎ গতি’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736656836-bfcb11456569beb0d3d02e32c007b1fd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আমদানিতে ‘ষাইটবাট্টা’ রপ্তানিতে ‘বিদ্যুৎ গতি’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/12/1467740" target="_blank"> </a></div> </div> <p>এরপর চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার সম্পত্তি পুড়ে গেছে বলে জানান পরিবারের সদস্যরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।</p> <p>নিহতের ছেলে মাহবুব বলেন, ‘বাবা দীর্ঘদিন ধরে প্যারালিসিসে ভুগছিলেন। হাঁটাচলা করতে পারতেন না। আগুন লাগার পর আমরা সবাই ঘর থেকে বের হতে পারলেও তিনি তার কক্ষে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736657209-15a7bfcf08d4a38fad6d798e02461165.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/12/1467742" target="_blank"> </a></div> </div> <p>চাটমোহর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল মোত্তালেব বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’</p> <p>ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু এবং আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।’</p>