<p>যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের ভয়াবহতম দাবানলে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজারের বেশি বসতবাড়ি-স্থাপনা, বাস্তুচ্যুত হয়েছেন লাখের বেশি বাসিন্দা। দাবানলে বিপর্যস্ত হলিউডও। সেখানে অবস্থিত ৩৩ তারকার বাড়ি পুড়ে ছাই। দাবানলের আঁচ লেগেছে গায়িকা ডুয়া লিপার বাড়িতেও। ২০২০ সালে বেভার্লি হিলস-এ বিলাসবহুল বাড়িটি কিনেছিলেন ডুয়া। নিরাপত্তার জন্যই তাকে সেই বাড়ি ছেড়ে চলে আসতে বলা হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এখন বিয়ের বয়স শেষ আমার : ফারিয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736667799-9dcc97910f0f101043aad776b08f4d43.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এখন বিয়ের বয়স শেষ আমার : ফারিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/12/1467780" target="_blank"> </a></div> </div> <p>ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে দাবানলের ভিডিও শেয়ার করে নিজের বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি জানিয়েছেন ডুয়া। সেখানে দেখা গেছে, লস অ্যাঞ্জেলেসের আকাশ ঢেকে গেছে ধূসর ধোঁয়ায়। গায়িকা লিখেছেন, ‘লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি সত্যিই বিধ্বংসী ও ভয়ানক এই দাবানলের জন্য যাদের নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হলো, তাদের কথা ভাবছি।’</p> <p>অনুরাগীদের জন্য নিজের সুস্থতার বিষয়টিও জানিয়েছেন ডুয়া। পপ তারকা লিখেছেন, “আমি নিরাপদে আছি। নিজের ব্যবস্থা করে নিয়েছি। এই কঠিন সময়ে যারা লড়াই করছেন, তাদের জন্য ভালবাসা পাঠালাম। সকলেই নিরাপদে থাকুন। পরস্পরের খেয়াল রাখুন।” </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দাবানলে ঘরহারাদের জন্য নিজের বাড়ির দরজা খুলে দিলেন জোলি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736664166-1170e14d8721e47e0090fb20ad6b0121.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দাবানলে ঘরহারাদের জন্য নিজের বাড়ির দরজা খুলে দিলেন জোলি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/12/1467761" target="_blank"> </a></div> </div> <p>এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্থদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডুয়া। তিনি লিখেছেন, “যারা অর্থ প্রদান করতে চান অথবা আশ্রয় দিতে চান গৃহহারাদের, তাদের জন্য আমি কয়েকটি লিংক সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছি।” </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দাবানলে ক্ষতিগ্রস্তদের বড় অনুদান দিল ডিজনি ও প্যারামাউন্ট" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736657086-d04cb274a9e95afe6e0c997be424a80a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দাবানলে ক্ষতিগ্রস্তদের বড় অনুদান দিল ডিজনি ও প্যারামাউন্ট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/12/1467741" target="_blank"> </a></div> </div> <p>দাবানলের ভয়ঙ্কর আগুনের গ্রাসে পুরে ছাই হয়ে গিয়েছে পালিসাডেসের হাজার হাজার একর জমি। সূত্রের খবর, এখনও পর্যন্ত এই অগ্নিকান্ডের জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। ওই অঞ্চল ছেড়ে সকল মানুষকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে লস অ্যাঞ্জেলসের দমকল বিভাগ। ক্যালিফোর্নিয়া দমকলবাহিনীর কর্মকর্তা টড হপকিন্স শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত ১১ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এটি ইতোমধ্যে ২২ হাজার একর এলাকা পুড়িয়ে দিয়েছে।</p>