<p>নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির আইডেন্টিটি অ্যান্ড এক্সেস ম্যানেজমেন্ট সিকিউরিটি বিভাগ অ্যাসোসিয়েট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৮ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।</p> <p><strong>প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি</strong><br /> পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার<br /> বিভাগ: আইডেন্টিটি অ্যান্ড এক্সেস ম্যানেজমেন্ট সিকিউরিটি<br /> পদসংখ্যা: নির্ধারিত নয় <br /> শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি<br /> অন্যান্য যোগ্যতা: ব্যবসায়িক এবং প্রযুক্তিগত স্টেকহোল্ডারদের কাছে প্রক্রিয়া এবং পদ্ধতিগুলো নথিভুক্ত এবং ব্যাখ্যা করার দক্ষতা। <br /> অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর <br /> চাকরির ধরন: ফুলটাইম<br /> কর্মক্ষেত্র: অফিসে <br /> প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)<br /> বয়সসীমা: উল্লেখ নেই </p> <p>কর্মস্থল: দেশের যেকোনো স্থানে <br /> বেতন: আলোচনা সাপেক্ষে <br /> অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী </p> <p>আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে <strong><a href="https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1326085&fcatId=-1&ln=1">এখানে ক্লিক করুন</a></strong><br /> আবেদনের শেষ সময়: ১৮ জানুয়ারি ২০২৫</p>