<p>পাঠকপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিথিরা বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাবে কালের কণ্ঠ। ২৪-এর চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করবে। সংবাদ পরিবেশনে আংশিক নয় পুরো সত্য ঘটনাই পাঠদের জন্য তুলে ধরবে এবং সমাজের নানা অসংগতি, দুর্যোগ ও মানুষের বিপর্যয়ে পাশে থাকবে। </p> <p>রবিবার (১২ জানুয়ারি) পাঠকপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনাসভা, শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।</p> <p>দীর্ঘ ১৫ বছর কালের কণ্ঠ যেমন পেশাদারি বজায় রেখে কাজ করেছে, ঠিক তেমন উদ্দীপনায় আরো এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে অতিথিরা বলেন, ‘কালের কণ্ঠের মাধ্যমে কুমিল্লাসহ দেশের মানুষ আলোর সংবাদ পড়তে চাই। পথে-প্রান্তরে ঘটে যাওয়া সব অসংগতি তুলে ধরে পাঠকের আস্থা ধরে রাখবে।’ </p> <p>অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালের কণ্ঠের কুমিল্লা প্রতিনিধি জাহিদ পাটোয়ারী।</p> <p>কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মেহেদি হাসান খান শাওন, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালেক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাবেক কুমিল্লা মহানগর সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো. কামরুজ্জামান সোহেল, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান।</p> <p>আরো বক্তব্য দেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের দেবীদ্বার প্রতিনিধি এ বি এম আতিকুর রহমান বাশার, গোমেতী সংবাদের সম্পাদক মোবারক হোসেন, কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, বাসসের কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, ইনডিপেন্ট টিভির কুমিল্লা প্রতিনিধি তানভীর দিপু, নিউজ টুয়েন্টি ফোররের কুমিল্লা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবির।</p> <p>অনুষ্ঠানে কুমিল্লার জনপ্রিয় গোমতী সংবাদের পক্ষ থেকে কুমিল্লা প্রতিনিধি জাহিদ পাটোয়ারীকে ইনডোর প্ল্যান্ট (গাছ) উপহার দেন তাহসিন রাহমান।</p> <p>এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতীর সম্পাদক মো. আসিফ হোসাই মান্না, গ্লোবাল টিভির সাইফ উদ্দিন রনি, কালবেলার কুমিল্লা প্রতিনিধি আতিকুর রহমান, এখন টিভির স্টাফ রিপোর্টার মাসুদ আলম, আরটিভির জহিরুল হক বাবু, গোমতী সংবাদের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান, বাসসের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মহসীন কবীর, মাইটিভির জসিম উদ্দিন, আনন্দ টিভির সৈয়দ আহসান হাবিব পাখি, আমার দেশের কুমিল্লা প্রতিনিধি এম হাসান, কালের কণ্ঠের কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, চৌদ্দগ্রাম প্রতিনিধি আবুল বাশার রানা, দাউদকান্দি প্রতিনিধি ওমর ফারুক মিয়াজী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রসেনজিত।</p> <p>আরো উপস্থিত ছিলেন আলোকিত সকালের মহিউদ্দিন ভূইয়া, জাগোরণী টিভির আশিকুর রহমান, এশিয়ান টিভির মো. মাহফুজ আনোয়ার সৌরভ, সময়ের আলোর কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, দৈনিক পূর্বাশার হাবিবুর রহমান মুন্না, নয়া দিগন্তের মো. ফাহিম মুনতাছির, নিউ ন্যাশন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফরহাদ হোসাইন হিমু, আজকের কুমিল্লার মো. উজ্জল হোসেন বিল্লাল, বাংলাদেশ সময়ের সাফি, আলোকিত সকালের মাহমুদুল হাসান মেহেদী প্রমুখ।</p>