<p>ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে ২৬ রান নিয়ে রংপুর রাইডার্সকে অবিশ্বাস্য এক ম্যাচ জেতান নুরুল হাসান সোহান। রংপুর অধিনায়কের চেয়ে আজ সমীকরণটা একটু সহজই ছিল। শেষ ৬ বলে ১৯ রানের সমীকরণ।</p> <p>তবে উইকেটরক্ষক-ব্যাটার সোহানের মতো নায়ক হতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা আবু হায়দার রনি। সিলেটের বাঁহাতি পেসার রুয়েল মিয়ার দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই চার মেরে সম্ভাবনা জাগিয়েছিলেন রনি। কিন্তু ফিরতি বলে একদম বাউন্ডারির কাছে তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ হলে জয় আর পাওয়া হয়নি। শেষ ২ বলে ১০ রানের সমীকরণে পঞ্চম বলে রান আউট হন অঙ্কনও। আর শেষ বলে ১ রান নিতে পারায় ৮ রানের পরাজয় নিশ্চিত হয় খুলনার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লিটন-সাকিবকে বাদ দেওয়ার ব্যাখ্যায় যা বললেন প্রধান নির্বাচক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736671652-84c49b42989effe2c4943a1edec64f3c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লিটন-সাকিবকে বাদ দেওয়ার ব্যাখ্যায় যা বললেন প্রধান নির্বাচক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/12/1467797" target="_blank"> </a></div> </div> <p>ম্যাচ হারার আগে অবশ্য দলকে জয়ের পথেই রাখছিলেন অঙ্কন-রনি। শেষ দিকে তাদের ১৪ বলে ৩৫ রানের জুটি সেই সম্ভাবনা দেখাচ্ছিল। তবে শেষে আর পূর্ণতা পায়নি। ১৬ বলে ২৮ রান করা অঙ্কনের বিপরীতে ৬ বলে ১৪ রান করেন রনি।  </p> <p>এর আগে সিলেটে ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে খুলনা। দলীয় ৪৭ রান হওয়ার আগেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। তবে এক প্রান্ত আগলে রেখে দলের হাল ধরার চেষ্টা করেন উইলিয়াম বসিস্টো। তবে ব্যক্তিগত ৪৩ রানে খুলনার ওপেনার আউট হলে বড় ব্যবধানে হারের শঙ্কা জাগে। বসিস্টো যখন আউট হন তখন দলীয় স্কোর ৯৮ রানে ৫ উইকেট।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণায় নিউজিল্যান্ডের অভিনবত্ব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736675853-18ff44a186e9882af43c617d37452bbe.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণায় নিউজিল্যান্ডের অভিনবত্ব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/12/1467818" target="_blank"> </a></div> </div> <p>সেখান থেকে খুলনার মাত্র ৮ রানের হারটা মূলত পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ নওয়াজের কল্যাণে। ব্যাটিংয়ে নেমে ছোট্ট এক ঝড় তুলেছিলেন তিনি। তাতে জয়ের স্বপ্নও দেখছিল খুলনা। কেননা ১৮ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংসে যখন আউট হন তখন দলের প্রয়োজন ছিল ২৩ বলে ৫৩ রান। চার-ছক্কার এই যুগে অসম্ভব বলে কিছু ছিল না। অঙ্কন ও হায়দার রনিও অবশ্য দলকে জয়ের পথেই রেখেছিল। তবে শেষ ওভারে আর ১৯ রানের সমীকরণটা মেলাতে পারেননি দুজনে।</p> <p>এতে নির্ধারিত ওভার শেষে ৯ ‍উইকেটে ১৭৪ রানে থামে খুলনার ইনিংস। এ হারে বিপিএলে মুদ্রার উল্টো পিঠও দেখল খুলনা। টানা দুই জয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি টানা দ্বিতীয় পরাজয়ও দেখল। অন্যদিকে হ্যাটট্রিক হারে টুর্নামেন্ট শুরু করা সিলেটের এটি টানা দ্বিতীয় জয়।</p>