<p>ভারতের ঝাড়খণ্ডের দিগওয়াড়ি এলাকার একটি বেসরকারি স্কুলে ছাত্রীদের শার্ট খুলে শুধু ব্লেজার পরিয়ে বাড়ি পাঠানোর অভিযোগ উঠেছে। দশম শ্রেণির পরীক্ষার সমাপ্তি উদযাপনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। খবর <a href="https://www.anandabazar.com/india/jharkhand-principal-sends-girl-students-home-shirtless-for-writing-on-school-uniform-dgtl/cid/1573985" target="_blank">আনন্দবাজার পত্রিকার</a>।</p> <p>ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (১০ জানুয়ারি) স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষার সমাপ্তি উপলক্ষে ‘পেন ডে’ উদযাপন করছিল। এই উদযাপনে তারা একে অপরের শার্টে বিভিন্ন বার্তা লিখছিল। কিন্তু এ দৃশ্য দেখে চটে যান স্কুলের প্রধান শিক্ষক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, কমেনি সর্বনিম্ন হজযাত্রীর কোটা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736685244-25d8f402775a1f77711bcd083f2ae8f4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, কমেনি সর্বনিম্ন হজযাত্রীর কোটা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/12/1467875" target="_blank"> </a></div> </div> <p>অভিযোগে বলা হয়, শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করলেও প্রধান শিক্ষক তাদের শার্ট খুলে ফেলতে বাধ্য করেন। পরবর্তীতে সব শিক্ষার্থীকে শার্ট ছাড়া শুধু ব্লেজার পরা অবস্থায় বাড়ি পাঠানো হয়।  </p> <p>অভিভাবকরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং জেলা প্রশাসক (ডিসি) মাধবী মিশ্রের কাছে অভিযোগ জমা দিয়েছেন।</p> <p>ডিসি মাধবী মিশ্র শনিবার সাংবাদিকদের বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ এসেছে। আমরা ইতোমধ্যে ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বায়ুদূষণ রোধে টাস্কফোর্স গঠনের পরিকল্পনা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736684832-75f65f236a823e153c5ef76c9d45441e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বায়ুদূষণ রোধে টাস্কফোর্স গঠনের পরিকল্পনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/12/1467872" target="_blank"> </a></div> </div> <p>ঘটনা তদন্তে একটি চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একজন উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপবিভাগীয় পদমর্যাদার পুলিশ কর্মকর্তা রয়েছেন।  </p> <p>ডিসি আরো জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।</p>