<p>লড়াইটা শ্রেষ্ঠত্বের। সর্বোচ্চ ১৪বারের সুপার কাপ জয়ীদের বিপক্ষে ১৩তম বারের চ্যাম্পিয়নদের। এত কিছুর অবশ্য প্রয়োজন পড়ে না যখন দুই দলের যেকোনো সাক্ষাৎই রোমাঞ্চের তীব্রতা বাড়িয়ে দেয়। তবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ম্যাচটা যদি ফাইনাল হয় তাহলে বারুদের ঝাঁজটা বেড়ে যায়।</p> <p>আজ রাতে সেই ঝাঁজটাই দেখা যাবে মরুর বুকে। সৌদি আরবের কিংস আবদুল্লাহ স্পোর্টস সিটিতে চ্যাম্পিয়নের লক্ষ্যে নামবে ১২৩ বছরের পুরোনো দ্বৈরথ উপহার দেওয়া দুই দল। সর্বশেষ দুই এল ক্লাসিকোয় জয়-পরাজয় দুদলের সমান। তবে বছরের প্রথম এল ক্লাসিকো জিতে মৌসুমের শেষটা আত্মবিশ্বাসী নিয়ে খেলতে চায় বার্সেলোনা।</p> <p>নিজেদের সর্বশেষ ২ ম্যাচে জিতলেও লিগের শেষ দুই ম্যাচের পরাজয়ে আত্মবিশ্বাসে টান পড়েছে বার্সেলোনার। সেই আত্মবিশ্বাস ফেরাতেই স্প্যানিশ সুপার কাপের ম্যাচ জয়ের কথা জানিয়েছেন কোচ হ্যান্সি ফ্লিক। কাতালান কোচ বলেছেন, ‘যদি আমরা জয়ী হই, তাহলে বাকি সেশনের জন্য আত্মবিশ্বাস পাবো। আর জয়টা নিঃসন্দেহে প্রত্যেকের জন্য বড় কিছু হবে।’</p> <p>সর্বশেষ এল ক্লাসিকোয় রিয়াল নিজেদের মাঠে বিধ্বস্ত হয়েছে। আজ সেই হারের প্রতিশোধ নিতেই নামবে তারা। তাই জয় পাওয়া যে সহজ হবে না বার্সার। সেই পুরোনো ক্ষত স্মরণ করেই রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমাদের অবশ্যই সেই ম্যাচটি নিয়ে ভাবতে হবে। তারা আমাদের হারিয়েছিল। কি ঘটেছিল তার একটা পরিস্কার পর্যালোচনা ছিল।’</p> <p>বার্সেলোনার বিপক্ষে ফাইনাল সব সময় বিশেষ জানিয়ে আনচেলত্তি বলেছেন, ‘ক্ল্যাসিকোর চাপ আরো বাড়ে যখন ফাইনাল ম্যাচ হয়। বার্সেলোনার বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। আর তাদের বিপক্ষে ফাইনাল খেলা সব সময় বিশেষ।’</p>