<p style="text-align:justify">দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর এবং অস্থায়ী আবাসন ভাতার দাবিতে গণ-অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।</p> <p style="text-align:justify">আজ রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয় শিক্ষার্থীদের গণ-অনশন। </p> <p style="text-align:justify">এদিকে অনশন শুরুর ১২ ঘণ্টা পর রবিবার সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিক্ষার্থীদের অনশনে শিক্ষক-ছাত্র সংগঠনগুলোর একাত্মতা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736675447-dfc492add4c04516f0d61a4ffe267725.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিক্ষার্থীদের অনশনে শিক্ষক-ছাত্র সংগঠনগুলোর একাত্মতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/01/12/1467815" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ সময় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনশনে বসে পড়েন উপাচার্য।</p> <p style="text-align:justify">এর আগে দুপুর পৌনে ১টার দিকে অনশনস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিনসহ অন্য নেতারা। তারাও শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।</p>