<p>জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। রবিবার (১২ জানুয়ারি) বিকেলে আদালত চত্বর, জেলা প্রশাসক কার্যালয় এলাকায় এ বিষয়ে লিফলেট বিতরণ করে সচেতনতা সৃষ্টি করা হয়।</p> <p>বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বুশরা আক্তার বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হচ্ছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর রাষ্ট্রীয়ভাবে ঘোষণাপত্র স্বীকৃতি পেয়েছিল। ২০২৪ কেন পাবে না? ২০২৪ তো ২২ হাজার আহত ভাই-বোন আছে, আড়াই হাজার শহীদ হয়েছেন। দেখা যাবে আগামী পাঁচ বছর পর তা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে পরবর্তী প্রজন্ম আর জানতে পারবে না এই বিপ্লব আর গণঅভ্যুত্থানের কথা। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম শহীদ ও আহত ভাইদের কথা জানুক। তাদের স্বীকৃতি দেওয়া হোক। তাই আমরা সবার মতামত চাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উপদেষ্টাদের জড়িয়ে সারজিস আলমের নামে ভুয়া মন্তব্য প্রচার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736685971-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উপদেষ্টাদের জড়িয়ে সারজিস আলমের নামে ভুয়া মন্তব্য প্রচার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/12/1467879" target="_blank"> </a></div> </div> <p>জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সহ মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, ‘সরকার বলেছে সকল রাজনৈতিক দল সহ অংশিজনের মাধ্যমে জুলাই বিপ্লবের ঘোষণা পত্র ঘোষণা করবে। আমরা সরকারকে সাধুবাদ জানাই। আমরা চাই জুলাই আন্দোলনকে বেগবান করা ও সমর্থন দেওয়া আমাদের ছাত্রজনতা, দেশের খেটে-খাওয়া মানুষ সহ নানা শ্রেণি পেশার মানুষের কথা যেন এই ঘোষণাপত্রে থাকে। এই নতুন বাংলাদেশ হবে সকলের। এখানে কোন বৈষম্য থাকবে না। এই বৈষম্যের  বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। এই উদ্দেশ্যে আমরা গণসংযোগ চালাচ্ছি।’</p>