<p>আস্থার প্রতিদান দিতে না পারায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। দল ঘোষণার সময় এমনটিই জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। উইকেটরক্ষক-ব্যাটারকে বাদ দেওয়ায় বিকল্প ওপেনার হিসেবে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বিসিবি। </p> <p>তবে পারভেজের সুযোগ পাওয়াটা একটু চমকের। পারফরম্যান্সের কারণে বাদ পড়া লিটনের মতোই নিজেকে হারিয়ে খুঁজছেন পারভেজ। সঙ্গে এখন পর্যন্ত ওয়ানডেতে অভিষেকও হয়নি তার। এমন একজন ব্যাটারকে দলে নেওয়ায় সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হতে হয় লিপুকে। বাঁহাতি ব্যাটারের পারফরম্যান্স আহামরি নয়, এটা স্বীকার করছেন প্রধান নির্বাচকও। তবে খেলার ধরনের কারণেই দলে জায়গা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।</p> <p>পারভেজকে দলে নেওয়ার ব্যাখায় লিপু বলেছেন, ‘পারভেজ হোসেন ইমনকে নিয়ে আপনারা বলতে পারেন আহামরি কোনো পারফরম্যান্স তার নেই। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে আমরা যে জিনিসটা খুঁজছি বিশেষ করে সাদা বলের ক্রিকেটে, পাওয়ারপ্লেতে আগ্রাসী-ইমপ্যাক্টফুল ব্যাটিং, সে জিনিসটা তার মধ্যে আছে। যদি কোনো কারণে দুজন ওপেনারের মধ্যে তাকে থার্ড চয়েজ হিসেবে নিতে হয়, একই টেম্পোতে একই আগ্রাসনে সে ব্যাট করতে পারবে। দলকে জেতানোর জন্য, দলের মূল লক্ষ্য ঠিক রাখার জন্য আগ্রাসী ক্রিকেট খেলে। মুখ্য বিষয় এটাই।’</p> <p>ওয়ানডেতে অভিষেক না হলেও ৭টি টি-টোয়েন্টি খেলেছেন পারভেজ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ছিলেন ২২ বছর বয়সী ব্যাটার। যদিও কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। ক্যারিবিয়ান সফরে একাদশে জায়গা না পাওয়ার বিষয়ে লিপু বলেছেন, ‘একাদশ নির্বাচনের ক্ষেত্রে আমরা নির্বাচকরা হস্তক্ষেপ করি না। ক্যাপ্টেন এবং কোচের মতামতের মূল্যই সবচেয়ে বেশি। তারা যে খেলোয়াড়কে সবচেয়ে উপযুক্ত মনে করে তাকেই খেলায়। এ কারণেই ইমনকে হয়তো দেখতে পারেননি। দল গঠনে আমাদেরও মনে হয় এই খেলোয়াড় হয়তো কার্যকরী ভূমিকা রাখতে পারে। এ নিয়ে আলোচনা হয়, কেন নিচ্ছি সেই যৌক্তিকতা তুলে ধরি। জুনিয়র তামিমের অ্যাপ্রোচের সঙ্গে মিল রেখে আমরা একজনকে খুঁজেছি।’</p> <p>অন্যদিকে শরীফুল ইসলামের দলে সুযোগ না পাওয়ার বিষয়ে বাঁহাতি পেসার চোট কাটিয়ে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি বলে মনে করেছে নির্বাচকরা। প্রধান নির্বাচক লিপু বলেছেন, ‘কানাডায় যে লিগ খেলতে গিয়েছিলেন সেখান থেকে ইঞ্জুরি নিয়ে এসেছিলেন। তাকে বিশ্রাম দিয়েছি, ট্রিটমেন্ট দিয়েছি, মেডিক্যাল কমিটির পরামর্শ মতো বোলিং করেছেন। এরপর দলেও ফিরেছেন। আমাদের পর্যবেক্ষণে তাকে ঠিক সাবলীল মনে হয়নি। পুরোপুরি বের হয়ে আসতে পারেনি। তাকে আরেকটু সময় দিয়ে, আমাদের অপেক্ষা করতে হবে।’</p>