<p style="text-align:justify">জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা, হল নির্মাণ ও দ্রুত জকসু নির্বাচন কার্যকর করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণ-অনশনে একাত্মতা প্রকাশ করেছে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।</p> <p style="text-align:justify">আজ রবিবার সকাল ১১টায় একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করেন জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম ও সেক্রেটারি রিয়াজুল ইসলাম।</p> <p style="text-align:justify">স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিশ্চিতকরণ, জকসু নির্বাচন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত রয়েছে, যা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক উন্নয়নে মারাত্মক বাধা সৃষ্টি করছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডাকাতি করতে এসে টাকা না পেয়ে ব্যাংকে আগুন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736679802-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডাকাতি করতে এসে টাকা না পেয়ে ব্যাংকে আগুন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/12/1467843" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">স্মারকলিপিতে মোট ছয়টি দাবি জানিয়েছে ছাত্রশিবির। দাবিগুলো হলো, অবিলম্বে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর তত্ত্বাবধানে হস্তান্তর করে শিক্ষার্থীদের জন্য উন্নত শিখন ও গবেষণা পরিবেশ নিশ্চিত করা। নতুন ক্যাম্পাস, জকসু ও আবাসনসংক্রান্ত কাজ তদারকির জন্য শিক্ষার্থীদের সমন্বয়ে একটা টিম/কমিটি গঠন করা। প্রতি মাসে কমপক্ষে একবার ছাত্র-শিক্ষক মতবিনিময়সভার আয়োজন করতে হবে। অস্থায়ী হল নির্মাণ করে অগ্রাধিকার ভিত্তিতে অসচ্ছল শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং ছাত্রশিবিরের প্রস্তাবিত (১৭ দফা) দাবিগুলো অতিদ্রুত দৃশ্যমান কাজে রূপান্তরিত করা।</p> <p style="text-align:justify">কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে জবি ছাত্র শিবিরের সভাপতি মো. আসাদুল ইসলাম বলেন, ‘আমরা শুরু থেকেই সেনাবাহিনীকে কাজ হস্তান্তর, অস্থায়ী আবাসনসহ নানা দাবি জানিয়ে এসেছি। এরপর সেনাবাহিনীকে কাজ দেওয়ার জন্য আন্দোলনও হয়। কিন্তু পরবর্তীতে সেনাবাহিনীকে কাজ দেওয়ার বিষয়টি ধীরগতিতে আগায়। ২ মাসের বেশি হয়ে গেছে। আজ শিক্ষার্থীরা সেনাবাহিনীকে কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে গণ-অনশন পালন করছে। আমরা ছাত্রশিবির থেকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা পোষণ করছি। ভিসি স্যারকেও এই দাবির পক্ষে স্মারকলিপি দিয়েছি।’</p>