<p>ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠনে নাম প্রস্তাবকে কেন্দ্র করে নাদপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।</p> <p>স্থানীয়রা জানায়, নাদপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে সকালে ওই বিদ্যালয়ে মিটিং চলছিল। কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন উপজেলা জামায়াত আমির মতিয়ার রহমান ও স্থানীয় বিএনপি নেতা নওশের আলীর ভাই সামসু্দ্দিন মাস্টার। মিটিং চলাকালে নাম প্রস্তাব নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। </p> <p>তারা আরো জানায়, উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। তখন ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।</p> <p>শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান কালের কণ্ঠকে বলেন, ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।</p>