<p style="text-align:justify">ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পশ্চিম গোবরাকুড়া এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির একটি বনবিড়াল উদ্ধার করা হয়েছে।</p> <p style="text-align:justify">রবিবার (১২ জানুয়ারি) দুপুরে গোপালপুর ভিটের কর্মকর্তারা বিড়ালটি উদ্ধার করেন।</p> <p style="text-align:justify">গোপালপুর ভিটের অফিস কর্মকর্তা আবু হানিফ বলেন, উদ্ধারকৃত বনবিড়ালটি প্রায় বিলুপ্ত হওয়ার পথে। একে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল বলা হয়ে থাকে। এরা লোকালয়ের কাছাকাছি থাকে। কাঁকড়া, ব্যাঙ ইত্যাদি খায়। মূলত খাবারের খোঁজেই বন বিড়ালটি লোকালয়ে ঢুকেছিল। পরবর্তীতে বন বিভাগের সিদ্ধান্তে প্রাণীটিকে অবমুক্ত করা হবে।</p> <p style="text-align:justify">খাঁচার ভেতর বন বিড়ালটি প্রথম দেখায় মনে হতে পারে এটি একটি চিতা বাঘের বাচ্চা। এলাকায় বাঘের বাচ্চা ধরা পড়েছে, এমন খবরে বিড়ালটি দেখতে শতশত মানুষ ভিড় করেন।</p> <p style="text-align:justify">স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে গোবরাকুড়া এলাকায় চিতা বাঘের বাচ্চার মতো দেখতে বিড়ালটি বাঁশঝাড়ে ঘুরাঘুরি করছিল। এ সময় স্থানীয়রা বিড়ালটিকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। এরপর বাঘের বাচ্চা ধরা পড়েছে এমন খবর চারদিকে ছড়িয়ে পড়ে। রবিবার দুপুরে স্থানীয়রা সাংবাদিকদের খবর দেয়। এরপর সাংবাদিকরা বন বিভাগের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।</p> <p style="text-align:justify">ধরার সময় বিড়ালের কামড়ে স্থানীয় রোমান নামে এক যুবক আহত হয়। স্থানীয়দের ধারণা, এই প্রাণীটি মেঘালয়ের পাহাড় থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে আসতে পারে।</p>