<p>রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার মার্কেটের একটি জুয়েলারি দোকান থেকে স্বর্ণ চুরির ঘটনায় ৩ চোরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এই তথ্য জানান।</p> <p>গ্রেপ্তারকৃতরা হলো মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) ও সাদ্দাম হোসেন (৩১)।</p> <p>বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নাসিরুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার একটি জুয়েলারি দোকান থেকে ৫০ ভরি চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘শেখ হাসিনা যত দিন চায় তত দিন তাকে ভারতে থাকতে দেওয়া উচিত’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736667594-ba6b8df6a3c939e57090a6b37f603601.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘শেখ হাসিনা যত দিন চায় তত দিন তাকে ভারতে থাকতে দেওয়া উচিত’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/12/1467777" target="_blank"> </a></div> </div> <p>ডিএমপি জানায়, গত ৩ জানুয়ারি ডাকাত চক্রের সদস্যরা দোকানের শাটার কেটে ঢুকে মাত্র ৮ মিনিটের মধ্যে ১৫৯ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা অভিযুক্তদের চিহ্নিত করেন।</p> <p>সোনা চুরির সঙ্গে ৮ থেকে ৯ জন জড়িত ছিল। বাকি অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।</p> <p>সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পেরেছে, গত ৩ জানুয়ারি সীমান্ত স্কয়ার শপিং মলের সোনার দোকানের শাটার বন্ধ করে দোকানিরা জুমার নামাজে যান। এর পরপরই ৯ জন দোকানের সামনে আসে। তাদের মধ্যে সাতজন মাস্ক পরা ছিল। এ সময় একজন নিজের শরীরের চাদর মেলে ধরে দোকানের শাটার ঢেকে ফেলে।</p>