<p>রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরে বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিনজন আহত হয়েছে।</p> <p>রবিবার (১২ জানুয়ারি) দুপুরে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে। তিনি বলেন, শনিবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার জায়গীরহাট বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।</p> <p>এ ঘটনায় ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানচলাচল স্বাভাবিক হয়। </p> <p>এ বিষয়ে লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, তার মিছিলে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে ফজলু ও তার লোকজন। তিনি দলের নেতাকর্মীদের বিভক্ত করতে চাইছেন।</p> <p>অন্যদিকে লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক জানান, বিএনপির দুঃসময়ে দল পরিবর্তন করে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে সুবিধা নিয়েছেন জাহাঙ্গীর আলম। গত ৫ আগস্টের পর খোলস পাল্টিয়ে আবার দলে ভিড়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন।</p> <p>রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু বলেন, মিঠাপুকুরে জায়গীর বাসস্ট্যান্ড নিয়ে মোটর শ্রমিকদের মধ্যে দীর্ঘদিনের অন্তকোন্দল থেকেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অতি উৎসাহী বিএনপির কেউ জড়িত থাকলে বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলে কোনো অপরাধীর স্থান হবে না।</p> <p>মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, জায়গীরহাট বাসস্ট্যান্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।<br />  </p>