<p>চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় দেব কুমার ধর (৫৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) বিকালের দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বুড়ির দোকানস্থ সাঈফা কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।</p> <p>নিহত দেব কুমার ধর চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধর পাড়ার বাসিন্দা। </p> <p>স্থানীয়দের বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ জানায়, শনিবার বেলা ১২টার দিকে দেব কুমার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বুড়ির দোকানস্থ সাঈফা কমিউনিটি সেন্টারের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এসময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস দেব কুমারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।</p>