<p>কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে মিটিং চলছিল। কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন আমলা ইউনিয়ন জামায়াতের আমীর নাসিম হোসেন মুকুল ও স্থানীয় বিএনপি নেতা নাসির উদ্দিন। জামায়াতের নেতা মুকুল প্রার্থী হওয়ার পর থেকে বিএনপি নেতা নাসির ও তার লোকজনকে ভয় দেখাচ্ছিলেন। এই অবস্থায় মিটিং চলাকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। </p> <p>এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মুকুল হোসেনকে বিদ্যালয়ের সভাপতি প্রার্থী করা হয়। সে সভাপতি প্রার্থী হওয়ার পর থেকে বিএনপি নেতা ও স্কুলের সভাপতি প্রার্থী নাসির তাকে হুমকি-ধমকি দেন। এর প্রতিবাদে স্কুল মাঠে বিকেলে একটি সমাবেশের আয়োজন করেন জামায়াতে ইসলামীর প্রার্থী। সেসময় বিএনপির নেতাকর্মীরা নাসিরের নেতৃত্বে সেখানে হামলা করেন। এতে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছেন। </p> <p>এ ব্যাপারে বিএনপি নেতা ও স্কুলের আরেক সভাপতি প্রার্থী নাসির উদ্দিনসহ বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।</p> <p>মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, স্কুল কমিটি নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। </p>