<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাইবার নিরাপত্তা আইন বাতিল, পেশার স্বীকৃতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিকসহ দেশের সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে<br /> বিচারের দাবিতে আগামীকাল শনিবার সকালে রংপুর টাউন হলে সাংবাদিকদের স্মরণকালের বৃহৎ সমাবেশের প্রস্তুতি নিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন ও প্রধান বক্তা হিসেবে বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী উপস্থিত থাকবেন। এ ছাড়া বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন ও সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, বাসসের পরিচালনা পর্ষদের সদস্য মমতাজ শিরিন ভরসা বিশেষ অতিথি থাকবেন। রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, এ সমাবেশ দেশের সব সাংবাদিকের অধিকার আদায়ে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>