<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ ছাড়া কর্ণফুলীতে মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান এবং গণবিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পথশিশুদের পিঠা বিতরণ করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্ণিল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের চাষাঢ়ার প্রেসিডেন্ট রোডে কালের কণ্ঠ কার্যালয়ের ছাদে বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এই আয়োজন করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="48" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1.january/11-01-2025/mk/kk-NEW-2-2025-01-12-02a.jpg" style="float:left" width="350" />অনুষ্ঠানে আলোচনাসভার পর কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট এম এস এ মনিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আহসান সাদিক শাওন, আফজাল হোসেন পন্টি, তানভীর হোসেন, নিয়াজ মো. মাসুম, কবিরুল ইসলাম, ফখরুল ইসলাম, মামুন হোসেন, আজমীর হোসেন, শরীফ সুমন, মোবাশ্বির শ্রাবণ, মাহফুজুর রহমান পারভেজ, রাশেদুল ইসলাম রাজু, রিপন মাহমুদ আকাশ, সাবিত আল হাসান, মো. আকাশ, আরিফ হোসেন কনক, প্রদীপ দাস, কাজী মামুন, মেহেদী মঞ্জুর বকুল, দীপ বাপ্পী, আহমেদুর রহমান তানু, শিবলী মতিন, ফয়সাল আহমেদ, সোহেল রানা ও সৌরভ দাস।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কর্ণফুলী (চট্টগ্রাম) : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবারের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে সপ্তম শ্রেণিতে ভর্তি হতে পারছিল না মেধাবী শিক্ষার্থী আরিয়ান। গত মঙ্গলবার আর্থিক সহায়তা ও শিক্ষাসামগ্রী প্রদান করে তার পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ কর্ণফুলী উপজেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন লায়ন শারমিন মনি, জালাল উদ্দীন রোকন, লোকমান, এমদাদ রুবেল, আরাফাত উদ্দিন রিয়ান, গিয়াসউদ্দিন, আব্বাস, রাসেল, ফয়সাল, জেসমিন আক্তার মায়া প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণবিশ্ববিদ্যালয় : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুভসংঘ গণবিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পথশিশু ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতকালীন পিঠা বিতরণ করা হয়েছে। গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মো. ফয়সাল আহমেদ, আশরাফুল ইসলাম সাজ্জাদ, ইমামুল হোসাইন আকন্দ, মো. মেহেদী হাসান, নুসাইবা ইসলাম, নাঈম হাসান, মানসুর, সাফাত, বায়েজিদ ও প্রান্ত।</span></span></span></span></span></p>