<p style="text-align:justify">আসন্ন অমর একুশে বইমেলায় প্রত্যাশিত প্যাভিলিয়ন না পাওয়া প্রকাশকদের একটি দল বাংলা একাডেমির মহাপরিচালক এবং বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিবের সঙ্গে দেখা করে চিঠি দিয়েছেন। গতকাল রবিবার দেওয়া চিঠিতে স্টল বরাদ্দ নিয়ে বইমেলা পরিচালনা কমিটির নেওয়া সিদ্ধান্তের প্রসঙ্গে দশ দফা দাবি তুলে ধরেছেন তারা। </p> <p style="text-align:justify">অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কৃতি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের জন্য তাদের একান্ত সচিবের কাছে চিঠির দুটি অনুলিপি দেওয়ার কথাও জানিয়েছেন প্রকাশকরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736751960-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2025/01/13/1468176" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">চিঠি দেওয়া প্রকাশকদের প্রতিনিধিদলের কয়েকজন কালের কণ্ঠকে জানান, 'দীর্ঘদিন ধরে প্যাভিলিয়ন পেয়ে আসছেন এমন পনেরোটি প্রকাশনীকে এবার প্যাভিলিয়ন দেওয়া হয়নি। তিনটি প্রকাশনীকে ছোট আকারের প্যাভিলিয়ন দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কোনো কারণ না দেখিয়ে বইমেলায় কিছু প্রকাশনা সংস্থার প্যাভিলিয়ন/স্টলের বরাদ্দে অবনমন ঘটানোকে প্রকাশকরা অন্যায় এবং অবিচার হিসেবে দেখছেন।'</p> <p style="text-align:justify">অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম কালের কণ্ঠকে জানান, তিনি এবং আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি, সময় প্রকাশনের ফরিদ আহমেদ, অনুপম প্রকাশনীর মিলন নাথসহ প্রায় পনেরো-বিশজন প্রকাশকদের একটি দল রবিবার বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি মহাপরিচালক এবং পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার আমিনের সঙ্গে দেখা করে চিঠি দিয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অঞ্জনার মৃত্যু নিয়ে রহস্য, পালিত ছেলেকে আল্টিমেটাম দিল শিল্পী সমিতি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736751825-ac47c58361f49713d42f3c2196930d23.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অঞ্জনার মৃত্যু নিয়ে রহস্য, পালিত ছেলেকে আল্টিমেটাম দিল শিল্পী সমিতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/13/1468175" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">চিঠিতে বলা হয়েছে, অবনমনের শিকার প্রকাশকদের কোনোরকম কারণ দর্শানো হয়নি। সকল নীতিমালা অনুসরণ করে আবেদন করার পর কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে ওই প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া প্রয়োজন, এ বিষয়ে তার বক্তব্য শোনাটা সঙ্গত। কিন্তু এক্ষেত্রে ওইসব প্রতিষ্ঠানকে কোনো কিছুই অবহিত করা হয়নি। বইমেলাকে ‘সকল অপরাজনীতি এবং বৈষম্যের ঊর্ধ্বে’ রাখারও আহ্বান জানানো হয়েছে চিঠিতে।</p> <p style="text-align:justify">চিঠিতে যে ১০ দফা দাবি তুলে ধরা হয়েছে তার মধ্যে রয়েছে, প্যাভিলিয়ন/স্টল অবনমনকৃত প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর বরাদ্দ পূর্ববর্তী বছরগুলোর পর্যায়ে পুর্নবহাল করা। </p> <p style="text-align:justify">যদি কোনো প্রকাশকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকে, তাহলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া; তারপর যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মন্ত্রণালয়ের প্রতিনিধি না এলে সচিবালয়মুখী পদযাত্রার ঘোষণা জবি শিক্ষার্থীদের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736751455-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মন্ত্রণালয়ের প্রতিনিধি না এলে সচিবালয়মুখী পদযাত্রার ঘোষণা জবি শিক্ষার্থীদের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/01/13/1468174" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">অনিবন্ধিত প্রকাশক সংগঠনের প্রতিনিধিদের বইমেলা পরিচালনা কমিটি থেকে বাদ দেওয়া। </p> <p style="text-align:justify">যেসব প্রকাশক ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ কিছু সংখ্যক প্রকাশকের বিরুদ্ধে ‘বিগত সরকারের দোসর এবং সুবিধাভোগী’র অভিযোগ উত্থাপন করেছে, অভিযোগের পক্ষে প্রমাণ দাখিলে তাদের বাধ্য করা। </p> <p style="text-align:justify">অভিযোগ যাচাইয়ের জন্য নিরপেক্ষ একটি কমিটি গঠন। </p> <p style="text-align:justify">যেসব প্রতিষ্ঠানের স্থান বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে তা নিরপেক্ষ কমিটির মাধ্যমে যাচাই করা। </p> <p style="text-align:justify">‘অন্যায়ভাবে’ কিছু সংখ্যক প্রকাশকের বিরুদ্ধে ‘ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ দিয়ে ওইসব প্রকাশকের ব্যবসা ও জীবনকে হুমকির মুখেমুখি করা হয়েছে, এর ফলে অভিযুক্ত প্রকাশকদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি প্রকাশকদের ব্যক্তি নিরাপত্তাও হুমকির সম্মুখীন, এই সম্ভাব্য ক্ষতির দায়িত্ব অভিযোগকারীদেরই নিতে হবে, তা নিশ্চিত করা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বন্ধ সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি, ভোগান্তিতে গ্রাহক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736750563-50b241c8759837d135539ace4dbd17a6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বন্ধ সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি, ভোগান্তিতে গ্রাহক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/13/1468169" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বইমেলা প্রাঙ্গণে ‘অন্যায়ভাবে অভিযুক্ত’ প্রকাশনা প্রতিষ্ঠনগুলোর মাল ও জানের নিরাপত্তার নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।</p> <p style="text-align:justify">এবং সর্বশেষ দাবি বইমেলার প্যাভিলিয়ন/স্টল ভাড়া দেওয়ার শেষ সময়ের অন্তত একদিন আগে বঞ্চিত প্রকাশকদের আগের বরাদ্দ বহাল করে নোটিশ দেওয়া।</p>