<p>মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় উত্তর কাচিন রাজ্যের সোনার খনি এলাকার একটি বাজারে কমপক্ষে ১৫ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার এ তথ্য জানায় রাজ্যটির সশস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ)। খবর এএফপির।</p> <p>কেআইএর মুখপাত্র কর্নেল নাও বু এএফপিকে বলেন, শনিবার বেলা ১১টার দিকে বিমান হামলার এ ঘটনা ঘটে। হামলায় নিহত ব্যক্তিদের সবাই বেসামরিক নাগরিক। নিহত ব্যক্তিদের মধ্যে সোনার খনিতে কাজ করা শ্রমিক যেমন আছেন, তেমনি স্থানীয় দোকানদারও রয়েছেন। </p> <p>স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবি ও ভিডিও চিত্রে দেখা যায়, যেখানে হামলা হয়েছে, সেখানে একটি বড় গর্ত তৈরি হয়েছে। বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আশপাশের এলাকা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে নতুন শঙ্কা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736733650-3d0892e802ba320a4e25ed264403e9fd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে নতুন শঙ্কা</p> </div> </div> </div> </div> </div> <p>২০২১ সালে মিয়ানমারের সেনাবাহিনী এক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর অন্যান্য রাজ্যের মতো কাচিনেও জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই শুরু হয়। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত অং সান সু চির সরকার জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়তে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামে একটি সশস্ত্র প্রতিরোধ বাহিনী গড়ে তুলেছে। জান্তার অভিযোগ, এই বাহিনীকে অস্ত্র সরবরাহ করে কেআইএ।</p>