<p style="text-align:justify">চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রায়হান রাফির বাবা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আগামীকাল মঙ্গলবার সিলেটে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।</p> <p style="text-align:justify">সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী তমা মির্জা। তমা মির্জা রায়হান রাফিকে ট্যাগ করে লিখেছেন, ‘রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কীভাবে কেনা হয়েছিল টিউলিপ সিদ্দিকের সেই ফ্ল্যাট? যা জানা গেল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736743901-6f3c86dfc685655be515ca8f1a31e109.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কীভাবে কেনা হয়েছিল টিউলিপ সিদ্দিকের সেই ফ্ল্যাট? যা জানা গেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/13/1468142" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তার কথায়, ‘এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে।’ </p> <p style="text-align:justify">শেষে তিনি বলেন, ‘আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দল থেকে লিটন দাসের বাদ পড়া নিয়ে ভারতে অপপ্রচার, জবাব দিল সিএ প্রেস উইংস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736743323-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দল থেকে লিটন দাসের বাদ পড়া নিয়ে ভারতে অপপ্রচার, জবাব দিল সিএ প্রেস উইংস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/13/1468140" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">রাফির বন্ধু সোহাগ জানান, 'আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন তিনি। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপের হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।'</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টিউলিপের সেই ফ্ল্যাট অফশোর কোম্পানির মাধ্যমে কেনা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736743172-82677d43b8fbd0b9406c7136554cdcfc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টিউলিপের সেই ফ্ল্যাট অফশোর কোম্পানির মাধ্যমে কেনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/13/1468139" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">প্রসঙ্গত, রাফীর পরিচালিত প্রথম চলচ্চিত্র হল ‘পোড়ামন ২’। এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ছিলেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা ও শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীসহ মোট চারটি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছিল।</p>