<p>তালেবান নারীদের মানুষ মনে করে না বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। গতকাল রবিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুসলিম দেশগুলোর মেয়েদের শিক্ষাবিষয়ক এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। খবর বিবিসির।</p> <p>আফগানিস্তানের তালেবান সরকার ও তাদের দমনমূলক নারী নীতিমালাকে চ্যালেঞ্জ করতে মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মালালা বলেন, সহজ কথায় বলতে গেলে আফগানিস্তানে তালেবান নারীদের মানুষ হিসেবে গণ্য করে না। তারা তাদের অপরাধগুলোকে সাংস্কৃতিক ও ধর্মীয় যুক্তিতে আড়াল করার চেষ্টা করে।</p> <p>২৭ বছর বয়সী মালালা মুসলিম নেতাদের বলেন, নারীদের পড়াশোনা ও কাজ করতে না দেওয়াসহ তালেবানের আরো যে নীতিমালাগুলো আছে, তাতে ‘ইসলামী কিছু’ নেই।</p> <p>মুসলিম বিশ্বের নেতাদের প্রতি মালালা বলেন, তালেবানকে বৈধতা দেবেন না। মুসলিম নেতাদের এখনই সময় নিজেদের ক্ষমতা প্রয়োগ করার। সঠিক নেতৃত্ব ও প্রকৃত ইসলাম প্রদর্শনের এখনই সময়।</p> <p>ইসলামিক বিশ্বে নারীদের শিক্ষা নিয়ে দুই দিনব্যাপী এই সম্মেলনে মুসলিম অধ্যুষিত দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে অংশ নিতেই পাকিস্তান গেছেন মালালা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দেশের যেসব স্থানে আজ ঝরতে পারে বৃষ্টি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736743920-c8c291a2bc7d7f9113a5367cb57fe5d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দেশের যেসব স্থানে আজ ঝরতে পারে বৃষ্টি</p> </div> </div> </div> </div> </div> <p>মেয়েদের শিক্ষার পক্ষে প্রচার চালানো মালালা ২০১২ সালে পাকিস্তানি তালেবানের হাতে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। সুস্থ হওয়ার পর থেকে মালালা মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করছেন। ২০১২ সালের পর এ নিয়ে তিনবারের মতো নিজ দেশ সফর করছেন তিনি। </p>