কুমিল্লা ফ্লাইওভারে বাতি আছে, আলো নেই!

শাহীন আলম, কুমিল্লা উত্তর
শাহীন আলম, কুমিল্লা উত্তর
শেয়ার
কুমিল্লা ফ্লাইওভারে বাতি আছে, আলো নেই!
কুমিল্লা শাসনগাছা ফ্লাইওভারের ল্যাম্পপোস্টের ৬৪টি বিকল লাইটই। ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার শাসনগাছা ফ্লাইওভারের ৬৪টি ল্যাম্পপোস্টে বাতি থাকলেও একটিতেও আলো জ্বলে না। বছরের পর বছর বাতিগুলো বিকল হয়ে থাকলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) কেউই এর মেরামতে উদ্যোগ নেয়নি। রাত হলেই ফ্লাইওভারটি অন্ধকারে ডুবে যায়, ফলে সেখানে প্রায়ই ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে।

শাসনগাছা ফ্লাইওভারে সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সব ল্যাম্পপোস্টের নিচে গর্ত এবং বৈদ্যুতিক তারের কোনো চিহ্ন নেই।

স্থানীয়রা জানান, মাদকাসক্ত ও চোরেরা ল্যাম্পপোস্টের গোড়া ভেঙে বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে। এতে ফ্লাইওভারটি ভূতুড়ে পরিবেশ ধারণ করেছে।

সিএনজিচালক মো. মোশারফ হোসেন বলেন, গত কয়েক দিন ধরে দেখি মাদকাসক্ত একজন ফ্লাইওভারের গোড়া খুঁড়ছে। সে বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে।

এখন ফ্লাইওভার অন্ধকারে ডুবে থাকে।

একই অভিজ্ঞতা সিএনজিচালক মো. জাকির হোসেনের। তিনি জানান, আগে রাতেও ফ্লাইওভারে যাত্রী আনা-নেওয়া করতাম। এখন আলো না থাকায় সন্ধ্যার পর গাড়ি চালানো বন্ধ করে দিই।

মাদকাসক্তরা পুরো তার চুরি করে নিয়েছে।

ফ্লাইওভারটি উদ্বোধনের সময় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলেও আলো না থাকায় ক্যামেরাগুলো কার্যত অকেজো। ফলে ফ্লাইওভারটি মাদকাসক্তদের আড্ডাখানায় পরিণত হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তাহীনতার কারণ হয়ে উঠেছে।

 যাত্রী মো. হোসেন বলেন, রাতে অন্ধকারে ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়া ভয়ংকর। যেকোনো সময় ছিনতাইয়ের শিকার হতে পারি।

শাসনগাছা ফ্লাইওভারটি ২০১৮ সালের ৫ এপ্রিল প্রায় ৯৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এবং উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্লাইওভারটি নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে সওজ ও কুসিকের মধ্যে রয়েছে মতবিরোধ।

কুমিল্লা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ফ্লাইওভারটি কুসিকেরও দেখভালের দায়িত্বে রয়েছে। বাতিগুলো কেন জ্বলে না, তা চেক করার জন্য লোক পাঠিয়েছি। দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।

অন্যদিকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. ছামছুল আলম বলেন, ফ্লাইওভারটি আমাদের আওতাধীন নয়। এটি সওজের অধীনে। তবে নগরবাসীর স্বার্থে আমরা মাঝে মাঝে লাইটিংয়ের কাজ করি। যেহেতু আপনি বলেছেন, আমরা বিষয়টি দেখে ব্যবস্থা নেব।

স্থানীয় বাসিন্দা এবং যানবাহনের চালকরা ফ্লাইওভারের ল্যাম্পপোস্টের লাইটগুলো সচল করার দাবি জানিয়েছেন। তারা বলেন, আলো না থাকায় নিরাপত্তাহীনতা বেড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে অপরাধের ঝুঁকি আরো বাড়বে।

সাধারণ মানুষের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেবে।

মন্তব্য

শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) সন্ধ্যারাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত যুবকরা হলেন— উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে মো. নাঈম হোসেন (২১), একই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে মো. সেলিম রেজা (২২) এবং লিটন মিয়ার ছেলে মো. রিফাত রহমান (২১)। তারা তিনজনই একে অপরের বন্ধু।

 

আরো পড়ুন
রাজধানীতে নারীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীতে নারীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু

 

নিহতের স্বজনরা জানান, বুধবার বিকেলের দিকে উপজেলার কয়েরখালী বাজার থেকে মোটরসাইকেল নিয়ে শেরপুর শহরে আসেন তিন বন্ধু। ইফতারের আগে দ্রুতগতিতে বাড়ির দিকে যাওয়ার সময় শেরুয়া বটতলাস্থ একটি হোটেলের সামনে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে ওভারটেক করার চেষ্টা করেন তারা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়েন।

একপর্যায়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নাঈম নামে একজন মারা যান। আর বাকি দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই সেলিম রেজা ও রিফাত রহমান মারা যান।
 

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পরিদর্শক আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তিন যুবকের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্তকরণসহ চালক-হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
 

মন্তব্য

চট্টগ্রামে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪১
সংগৃহীত ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ বলছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা পুলিশের অভিযানে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার আসামিরা হলেন কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন রাসেল, কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাবেদসহ ৪১ জনকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য

বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি : আমানউল্লাহ

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি : আমানউল্লাহ
ছবি : কালের কণ্ঠ

অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজার হাজার প্রাণের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি।’

আজ বৃহস্পতিবার খুলনায় বিএনপির খুলনা বিভাগের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন দলের বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

আরো পড়ুন
দুই মামলায় জামিন পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা শাওন

দুই মামলায় জামিন পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা শাওন

 

আমানউল্লাহ আমান বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলছে, যে সংস্কার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই প্রথম ও পরে ৩১ দফায় দিয়েছেন। জনগণের প্রত্যাশা রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন হবে। সংসদ নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে। তারপর গণতান্ত্রিক সরকার হবে।

সেই সরকার রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থেকে হত্যা, গুম ও নির্যাতন করেছেন। বিএনপি নেতা ইলিয়াস আলী, ছাত্রনেতা সুমনসহ হাজার হাজার নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। ৫৭ জন সেনা হত্যাই হাসিনার ৫৭ বার ফাঁসি হবে।

অন্য হত্যা, গুম ও খুনতো বাকি থাকল। আওয়ামী লীগের অবৈধ এমপি, মন্ত্রী কেউ ছাড় পাবে না, সবাই বিচারের আওতায় আসবে।

খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুর সঞ্চালনায় সভায় খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ খুলনা বিভাগের ১০ জেলার দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় দেবরের লাঠির আঘাতে রেশমা খাতুন (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রেশমা খাতুন উপজেলার রতনপুর গ্রামের হামিদুল জোয়ার্দারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রবিবার রান্নাঘরে ইফতারের জন্য খাবার তৈরি করছিলেন রেশমা খাতুন।

সেই সময় তার দেবর নাহিদ জোর্য়াদ্দার পিছনে থেকে এসে কাঠের লাঠি রেশমার মাথায় আঘাত করেন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান কালের কণ্ঠকে বলেন, ‘নাহিদকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ