<p style="text-align:justify">সম্প্রতি ‘জান্নাতের হুরদের চেয়েও সুন্দরী ছাত্রী সংস্থার নেত্রীরা’ শিরোনামে জামায়াতের আমিরকে উদ্ধৃত করে কালের কণ্ঠের ফটোকার্ড দাবি করে প্রচার করা হচ্ছে। তবে কালের কণ্ঠ এমন শিরোনামে কোনো সংবাদ বা ফটোকার্ড প্রচার করেনি। </p> <p style="text-align:justify">তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘জান্নাতের হুরদের চেয়েও সুন্দরী ছাত্রী সংস্থার নেত্রীরা’ শীর্ষক শিরোনামে জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান এর ছবি যুক্ত করে জাতীয় দৈনিক কালের কণ্ঠের কার্ড তাদের নজরে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু অ্যাকাউন্ট থেকে এই ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।   </p> <p style="text-align:justify">তবে দৈনিক কালের কণ্ঠ এমন ফটোকার্ড প্রচার করেনি। আলোচিত ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায় এতে কালের কণ্ঠের লোগো রয়েছে নিচে বাম পাশে। অন্যদিকে তারিখ দেওয়া হয়েছে উপরে ডান পাশে। তবে কালের কণ্ঠের ফটোকার্ডে লোগো উপরে ডানপাশে এবং তারিখ নিচে ডান পাশে থাকে। এছাড়া ২২ সেপ্টেম্বর এমন শিরোনামে সংবাদ প্রচার করেনি কালের কণ্ঠ। </p> <p style="text-align:justify">রিউমর স্ক্যানার জানিয়েছে, আলোচিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠ্যের লোগো ব্যবহার করে তৈরি করা হয়েছে।</p>